ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

ডিআরইউ পারিবারিক ক্রীড়া উৎসব উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, মে ১৩, ২০১৬
ডিআরইউ পারিবারিক ক্রীড়া উৎসব উদ্বোধন ছবি: দীপু/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা রির্পোটার্স ইউনিটির (ডিআরইউ) পারিবারিক ক্রীড়া উৎসব-২০১৬ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৩ মে) সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের আইভি রহমান রহমান সুইমিং পুলে উৎসবের উদ্ধোধন করেন ডিআরইউ সভাপতি জামাল উদ্দিন।

এসময় তিনি বলেন, পারিবারিক ক্রীড়া উৎসব এবার প্রথমবারের মতো শুরু করেছি। আরও নতুন নতুন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এতে ডিআরইউ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশ নিতে পারবেন।

সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, ডিআরইউ সদস্যদের স্বামী-স্ত্রী ও সন্তানরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

ক্রীড়‍া উৎসবে ডিআরইউ সদস্যদের স্ত্রীদের হাঁটা প্রতিযোগিতায় ২৪ জন, সাঁতারে ১৯, সন্তানদের সাঁতার প্রতিযোগিতায় ৯০ জন ও দৌড় প্রতিযোগিতায় ৯১ জন অংশ নিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, প্রতিযোগিতার সহযোগী প্রতিষ্ঠান মাহফুজা রাজ্জাক ফাউন্ডেশনের ফাতেমা আক্তার, সংগঠনের ক্রীড়া সম্পাদক মজিবর রহমান, বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মো. সাহাবুদ্দিন প্রমুখ।


বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, মে ১৩, ২০১৬
এসই/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।