ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

খেলা

জাতীয় আরচ্যারি চ্যাম্পিয়নশিপের ফলাফল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
জাতীয় আরচ্যারি চ্যাম্পিয়নশিপের ফলাফল ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং গ্রামীনফোন লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় সোমবার (২৫ জুলাই) থেকে শুরু হয়েছে ‘৮ম জাতীয় আরচ্যারী চ্যাম্পিয়নশিপ-২০১৬। ’

মঙ্গলবার (২৬ জুলাই) টঙ্গিস্থ আরচ্যারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে ট্রেডিশনাল (ব্যাম্বো) ডিভিশনের সকল প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

ট্রেডিশনাল ডিভিশনে পুরুষ সেকশনে ব্যক্তিগতভাবে বাংলাদেশ আনসারের বেল্লাল হোসেন ঢাকা আর্মি আরচ্যারি ক্লাবের মো: দেলোয়ার হোসেনকে ৬-২ সেটে পরাজিত করে স্বর্ণপদক এবং ঢাকা আর্মি আরচ্যারি ক্লাবের সাইদুল কোয়ান্টাম স্পোর্টিয়ামের মো: আল-আমিনকে ৬-৪ সেটে হারিয়ে ব্রোঞ্জ পদক লাভ করেন।

মহিলা সেকশনে ব্যক্তিগতভাবে বাংলাদেশ আনসারের শামিমা আক্তার ঢাকা আর্মি আরচ্যারি ক্লাবের কাজলকে ৭-৩ সেটে  পরাজিত করে স্বর্ণপদক এবং বাংলাদেশ আনসারের চাদনী ঢাকা আর্মি আরচ্যারি ক্লাবের খাদিজা খাতুনকে ৭-১ সেটে পরাজিত করে ব্রোঞ্জপদক লাভ করেন।

পুরুষ সেকশনে দলগতভাবে ঢাকা আর্মি আরচ্যারি ক্লাব (মো: জুয়েল খান, মো: দেলোয়ার হোসেন ও মো: নূরুল ইসলাম) ৬-২ সেটে বাংলাদেশ আনসারকে (বেল্লাল হোসেন, সাইদুল ইসলাম ও মো: নাজমুল ইসলাম) পরাজিত করে স্বর্ণপদক এবং এএসপিটিএস আরচ্যারি ক্লাব (মো: সাহাব উদ্দিন, মো: আশিকুজ্জামান ও মো: তৌকির আহমেদ) ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে ভিডিপিকে (মো: আশরাফুল ইসলাম, নয়ন কুন্ডু ও তারক বাছার) পরাজিত করে ব্রোঞ্জ পদক জয় করেন।

মহিলা সেকশনে দলগতভাবে এএসপিটিএস আরচ্যারি ক্লাব (সায়মা আক্তার, ইতি মনি, সুরমা আক্তার) ৫-৩ সেট পয়েন্টের ব্যবধানে ঢাকা আর্মি আরচ্যারী ক্লাবকে (কাজল, জুথি ইসলাম ও খাদিজা খাতুন) পরাজিত করে স্বর্ণপদক এবং ভিডিপি (শামিমা আক্তার, চাদনী ও রূহামা ওসান লুসাই) ৬-২ সেট পয়েন্টের ব্যবধানে বাংলাদেশ আনসারকে (সলিমা আক্তার বৃষ্টি, সোমা বিশ্বাস, শিউলী আক্তার) পরাজিত করে ব্রোঞ্জ পদক জয় লাভ করেন।

মিশ্র দলগতভাবে ঢাকা আর্মি আরচ্যারী ক্লাব (মো: দেলোয়ার হোসেন ও কাজল) ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে এএসপিটিএস আরচ্যারী ক্লাবকে (মো: সাহাব উদ্দিন ও সায়মা আক্তার) পরাজিত করে স্বর্ণ পদক এবং ভিডিপি (তারক বাছার ও শামিমা আক্তার) ৫-৩ সেট পয়েন্টের ব্যবধানে বাংলাদেশ আনসারকে (সাইদুল ইসলাম ও চাদনী) পরাজিত করে ব্রোঞ্জ পদক জয় লাভ করেন।

আগামী ২৭ ও ২৮ জুলাই চ্যাম্পিয়নশিপের রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনের প্রতিযোগিতাসমূহ অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।