বরিশাল: ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানের আওতায় বরিশাল জেলা থেকে ১০ জন সাঁতারু ইয়েস কার্ড পেয়েছেন।
মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে নগরীর ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসের পুকুরে এ ট্যালেন্ট হান্ট সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আলম।
এছাড়াও বাংলাদেশ নৌ-বাহিনীর কমান্ডার এস এম মাহামুদুর রহমান, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব নুরুল আলম নুরু প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় মোট ৮৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এর মধ্যে ছেলে ৮৫ ও মেয়ে চারজন। প্রতিযোগিতা শেষে নয়জন ছেলে ও একজন মেয়ে ঢাকায়মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইয়েস কার্ড অর্জন করেন। ইয়েস কার্ড অর্জনকারীদের প্রত্যেককে এক হাজার টাকার প্রাইজমানি, একটি মেডেল, একটি টিশার্ট ও একটি সার্টিফিকেট দেওয়া হয়।
উল্লেখ্য, পহেলা মে থেকে সারাদেশে এ সাঁতার প্রতিযোগিতা শুরু হয়েছে চলবে ২ আক্টেবর পর্যন্ত। ৬৪টি জেলা থেকে সাঁতারু নির্বাচন করে ঢাকায় কেন্দ্রীয়ভাবে দ্বিতীয় পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এদের মধ্য থেকে ১৬০ জনকে নির্বাচিত করে তাদের তিন মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে। পরে চূড়ান্ত পর্বে ৬০ জনকে নির্বাচিত করা হবে। তাদের বিশ্বমানের সাঁতারু গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেবে সুইমিং ফেডারেশন।
এরই অংশ হিসেবে বরিশালে ‘সেরা সাতারুর খোঁজে বাংলাদেশ’ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
এএনজি/আরএ