ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

ঢাকায় ফিরেছেন দুবাই চ্যাম্পিয়ন ফাহাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
ঢাকায় ফিরেছেন দুবাই চ্যাম্পিয়ন ফাহাদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: ১৪তম দুবাই জুনিয়রস দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ঢাকায় ফিরেছেন। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানযোগে দুবাই হতে ঢাকায় পৌঁছেন এই খুদে দাঁবাড়ু।

বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান। এ সময় যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু উপস্থিত ছিলেন।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ১৪তম দুবাই জুনিয়রস দাবা প্রতিযোগিতায় চমক দেখিয়েই অপরাজিত চ্যাম্পিয়ন হন বাংলাদেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার ফাহাদ রহমান।

মোট নয় রাউন্ডের সুইস ওপেনের এই টুর্নামেন্টে ফাহাদ অর্জন করেন মোট ৮ পয়েন্ট। সাতটি জয়ের সাথে তার ছিল দুটি ড্র। বাংলাদেশের ফাহাদকে হারাতে পারেনি কেউ। ফলে, অপরাজিত চ্যাম্পিয়ন হন তিনি।

চ্যাম্পিয়ন হওয়া ফাহাদ পান ২ হাজার ইউএস ডলার (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৫৭ হাজার টাকা) ও শেখ মাকতুম বিন হামদান আল মাকতুম কাপ। এছাড়াও একটি সোনার পদক পান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ২৮ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।