ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

থাইল্যান্ডে ভালো কিছুর অপেক্ষায় সিদ্দিকুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
থাইল্যান্ডে ভালো কিছুর অপেক্ষায় সিদ্দিকুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: রিও অলিম্পিক গলফে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। আসন্ন অলিম্পিকে নামার আগে নিজেকে শেষবারের মতো প্রস্তুত করতে সিদ্দিকুর অংশ নিয়েছেন থাইল্যান্ডে কিংস কাপে।

পাতায়ার ফিনিক্স গোল্ড গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে ভালো শুরু পেয়েছেন সিদ্দিকুর। ১২ জনের সঙ্গে ১৯তম স্থানে থাকতে তিনি প্রথম রাউন্ডে তিনটি বার্ডি ও একটি বোগিতে পারের চেয়ে দুই শট কম খেলেছেন।

এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা সিদ্দিকুর সাড়ে সাত লাখ ডলার প্রাইজমানির কিংস কাপে খেলে এসে ব্রাজিলের উদ্দেশ্যে রওয়ানা দেবেন।

আগামী ৫ অগাস্ট ব্রাজিলের রিও ডি জেনেইরোতে শুরু হবে অলিম্পিক। বাংলাদেশের প্রথম অ্যাথলেট হিসেবে অলিম্পিকে সরাসরি খেলবেন সিদ্দিকুর। লাল-সবুজের পতাকাও বহন করবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ২৯ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।