ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

সংবর্ধনা পেলেন দুবাই চ্যাম্পিয়ন ফাহাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
সংবর্ধনা পেলেন দুবাই চ্যাম্পিয়ন ফাহাদ

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতে ১৪তম দুবাই আন্তর্জাতিক জুনিয়র দাবা প্রতিযোগিতায় ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান অপরাজিত চ্যাম্পিয়ন হন। বাংলাদেশ প্রিমিয়ার ডিভিশন লিগের অপরাজিত চ্যাম্পিয়ন শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের এই কৃতী খেলোয়াড়কে শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব সংবর্ধনা দিয়েছে।

শনিবার (৩০ জুলাই) ঢাকার একটি অভিজাত হোটেলে এ সংবর্ধনা অনুষ্ঠানে ক্লাবের অপর দুই কৃতী খেলোয়াড়  ফিদে মাস্টার মেহেদি হাসান পরাগ এবং ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের পুলিশ সুপার শেখ রেজাউল হায়দার এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতি মুশফিকুর রহমান মোহন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের সভাপতি লায়ন মো. মজিবুর রহমান হাওলাদার।

অনুষ্ঠান সঞ্চালন করেন ক্লাবের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন রাফসান জানি। বক্তব্য রাখেন ক্লাবের তিন সহ-সভাপতি মো. মোকাদ্দেছ হোসাইন, মো. জাহাঙ্গীর ইসলাম, এসএম মনিরুজ্জামান মনি, দুই যুগ্ম সম্পাদক মোরসালিন আহমেদ ও শামীম খান, কোষাধ্যক্ষ মো. শাহিন হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. আমীর আলী রানা ও এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশের সভাপতি মো. এনায়েত হোসেন, ফিদে মাস্টার মো. সায়েফউদ্দিন লাভলু ও ফিদেমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানের পিতা শেখ মো. নজরুল ইসলাম।

উল্লেখ্য, প্রতিযোগিতায় চমক দেখিয়েই অপরাজিত চ্যাম্পিয়ন হন বাংলাদেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার ফাহাদ রহমান। মোট নয় রাউন্ডের সুইস ওপেনের এই টুর্নামেন্টে ফাহাদ অর্জন করেন মোট ৮ পয়েন্ট। সাতটি জয়ের সাথে তার ছিল দুটি ড্র। বাংলাদেশের ফাহাদকে হারাতে পারেনি কেউ। ফলে, অপরাজিত চ্যাম্পিয়ন হন তিনি।

চ্যাম্পিয়ন হওয়া ফাহাদ পান ২ হাজার ইউএস ডলার (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৫৭ হাজার টাকা) ও শেখ মাকতুম বিন হামদান আল মাকতুম কাপ। এছাড়াও একটি সোনার পদক পান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ৩০ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।