ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

শনিবার শুরু ‘বিশেষ’ শিশু-কিশোরদের ক্রীড়া উৎসব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৬
শনিবার শুরু ‘বিশেষ’ শিশু-কিশোরদের ক্রীড়া উৎসব ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে প্রতিবন্ধীদের সংখ্যা মোট জনসংখ্যার ১০ শতাংশ। প্রতিবন্ধীদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গির কিছুটা পরিবর্তন হলেও এখনো অনেক ক্ষেত্রেই বঞ্চিত তারা।

তাদের নিয়ে কাজ করেছে বিভিন্ন সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক সংগঠন। তাদের মধ্যে অন্যতম জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি (এনএএসপিডি)।

এনএএসপিডি আয়োজনে আগামী শনিবার (০৬ আগস্ট) থেকে মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘বিশেষ শ্রেণির শিশু-কিশোরদের গ্রীষ্মকালিন ক্রীড়া উৎসব-২০১৬’।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের তৃতীয় তলার সভাকক্ষে এ বিষয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির (এনএএসপিডি) সভাপতি মেজর মোহাম্মদ ইয়াদ আলী ফকির (অব:) ও মহাসচিব সেলিনা আক্তারসহ অন্যান্যরা।

গত বছর ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল ‘বিশেষ শ্রেণির শিশু-কিশোরদের শীতকালিন ক্রীড়া উৎসব’। এবার অনুষ্ঠিত হতে যাওয়া প্রতিবন্ধীদের ক্রীড়া উৎসবে বিভিন্ন প্রতিবন্ধী স্কুল ও সংগঠন থেকে প্রায় তিন শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করবে। ১৭টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে এই ক্রীড়া উৎসব। সাধারণত স্পেশাল ও প্যারা অলিম্পিকে যে ধরনের ইভেন্ট থাকে তার মধ্যে যেগুলো বাংলাদেশের সামর্থের মধ্যে রয়েছে সেগুলো নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির (এনএএসপিডি) সভাপতি মেজর মোহাম্মদ ইয়াদ আলী ফকির (অব:) বলেন, ‘গেল বছর অনুষ্ঠিত হয়েছিল শীতকালিন ক্রীড়া উৎসব। এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ শিশু-কিশোরদের গ্রীষ্মকালিন ক্রীড়া উৎসব। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে এগিয়ে আসার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। ’

এ বিষয়ে জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির (এনএএসপিডি) মহাসচিব সেলিনা আক্তার বলেন, ‘পিছিয়ে পড়া অসহায় প্রতিবন্ধী শিশুদের জন্য এগিয়ে আসা খুবই প্রয়োজন। আমাদের উচিৎ প্রতিবন্ধী শিশুদের সাহায্যার্থে এগিয়ে আসা। আমরা জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি (এনএএসপিডি) ২০০০ সাল থেকে সব ধরনের প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছি। বছরে বেশ কয়েকবার তাদের নিয়ে ক্রীড়া উৎসবের আয়োজন করি। জাতীয় পর্যায়ে আয়োজিত ক্রীড়া উৎসবে ২ হাজার থেকে ৩ হাজারের মতো বিশেষ শিশু-কিশোর অংশ নেয়। এবারের এই গ্রীষ্মকালীন আয়োজনে প্রায় তিন শতাধিক প্রতিবন্ধী শিশু-কিশোর অংশ নেবে। ’

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ০৪ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।