ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

উদ্বোধনী অনুষ্ঠানে নেই ভারতীয় হকি দল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২২ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
উদ্বোধনী অনুষ্ঠানে নেই ভারতীয় হকি দল

ঢাকা: ভারতীয় পুরুষ হকি দল শেষবার অলিম্পিকে সোনা জিতেছিল ১৯৮০ সালে। এবারো শিরোপা প্রত্যাশী দলটি রিওতে গেলেও উদ্বোধনী অনুষ্ঠান থেকে সরে দাঁড়িয়েছে।



অলিম্পিকে আটবারের সোনা জয়ী ভারতের উদ্বোধনী অনুষ্ঠানে না থাকা কিছুটা বেমানান বটে!
 
জার্সি ইস্যুতে ভারতের এই দলটি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়নি বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশ হয়। অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে ভারতীয় পুরুষ হকি দলের জন্য যে জার্সি পাঠানো হয়েছে তা নাকি খেলোয়াড়দের শরীরে ফিট করেনি।
 
অথচ শনিবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে নামবে পুরুষ হকির ভারতীয় দলটি। তবে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয় ভারতীয় মহিলা হকি দল।
 
হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট নরেন্দ্র বার্তা অনুষ্ঠান শুরুর আগে জানান, ‘উদ্বোধনী দিনে আয়ারল্যান্ডের বিপক্ষে আমাদের ম্যাচ রয়েছে। তাই দীর্ঘ সময় ধরে উদ্বোধনী অনুষ্ঠানে না থাকার সিদ্ধান্ত নিয়েছে খেলোয়াড়রা। তবে আমাদের নারী দল সেখানে উপস্থিত থাকবে। ’
 
যদিও ফেডারেশনের একটি পক্ষ জানায়, খেলোয়াড়রা যে জার্সি পেয়েছে তা তাদের শরীরে ঠিকমতো ফিট করছে না। এছাড়া খেলোয়াড়দের জার্সি দেরিতে গিয়ে পৌঁছানোয় খেলোয়াড়রা তা দেখে নিতে পারেনি। তাই এমন ঘটনায় দলটি উদ্বোধনী অনুষ্ঠান থেকে বিরত থাকতে চায়।
 
বাংলাদেশ সময়: ০৬২০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।