ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

স্বর্ণপদক পেলেন বিজিবি’র ল্যান্স নায়েক নূর হোসেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
স্বর্ণপদক পেলেন বিজিবি’র ল্যান্স নায়েক নূর হোসেন

ঢাকা: ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কারাতে-২০১৬ প্রতিযোগিতায় বডার গার্ড বাংলাদেশের (বিজিবি) খেলোয়াড় ল্যান্স নায়েক নূর হোসেন প্রথম দিনে বিজয়ী স্বর্ণপদক অর্জন করেছেন।

শনিবার (০৬ আগস্ট) বিকেলে বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা বাংলানিউজকে এ বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (০৫ আগস্ট) ভারতে অনুষ্ঠিত ‘উন্মুক্ত আন্তর্জাতিক কারাতে-২০১৬’ খেলায় ল্যান্স নায়েক নূর হোসেন অংশগ্রহণ করে একটি স্বর্ণ পদক অর্জন করেন।

এ কারাতে খেলায় ৬টি দেশ অংশগ্রহণ করেছে। এরমধ্যে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও সিঙ্গাপুর প্রতিযোগীতায় অংশগ্রহণ করেছে।

রোববার (০৭ আগস্ট) ল্যান্স নায়েক নূর হোসেন আরো দু’টি খেলায় অংশগ্রহণ করবে বলেও জানিয়েছেন মোহসিন রেজা।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
এসজেএ/জিসিপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।