ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

প্রয়াত ধারাভাষ্যকারদের শ্রদ্ধাভরে স্মরণ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
প্রয়াত ধারাভাষ্যকারদের শ্রদ্ধাভরে স্মরণ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: আবদুল হামিদ, বদরুল হুদা চৌধুরী, তওফিক আজিজ খান, আতাউল হক মল্লিক, মঞ্জুর হাসান মিন্টু, খোদা বক্স মৃধা, মোহাম্মদ মুসা, আব্দুল হামিদ, নূর আহমেদ, মোহাম্মদ শাহজাহান সহ প্রয়াত ক্রীড়া ধারাভাষ্যকারদের শ্রদ্ধাভরে স্মরণ করল বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস ফোরাম।

শনিবার (৬ আগস্ট) বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে ধারাভাষ্যকারদের এ সংগঠনটির স্মরণসভায় উপস্থিত ছিলেন আলফাজউদ্দিন আহমেদ, শামীম আশরাফ চৌধুরী, নিখিল রঞ্জন দাস, ডা: অনুপম হোসেন, শামসুল ইসলামসহ নবীন ধারাভাষ্যকাররা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সাংবাদিক-লেখক ইকরামুজ্জামান, সাবেক ক্রিকেটার রকিবুল হাসান ও সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। এছাড়াও স্মরণসভায় উপস্থিত ছিলেন প্রয়াত ধারাভাষ্যকারদের পরিজনরা।

প্রয়াত গুনী ধারাভাষ্যকারদের জীবন বোধ, অসাধারণ ব্যক্তিত্ব, সাফল্য, ক্রীড়াঙ্গনে তাদের অবদান নিয়ে আলোচনা ও স্মৃতিচারণ করেন আগত অতিথিরা।

স্পোর্টস কমেন্টেটেরস ফোরামের সভাপতি আলফাজউদ্দিন আহমেদ বলেন, ‘যখন অতীতকে স্বীকার করতে শিখবো তখন আমরা সঠিক পথে চলতে পারবো। বাংলা ধারাভাষ্যে প্রয়াতরা অনেক অবদান রেখে গেছেন। আমরা যেন তাদেরই আদর্শে সঠিকভাবে চলতে পারি সে জন্যই এ স্মরণসভার আয়োজন। ’

ধারাভাষ্যকার নিখিল রঞ্জন দাস বলেন, ‘হামিদ ভাই, মিন্টু ভাই তারা সবাই কিন্তু খেলাধুলা করতেন। তারা শুধু ধারাভাষ্যকার হিসেবেই সফল ছিলেন না। খেলোয়াড় হিসেবে, ব্যক্তি জীবনে, কর্মজীবনে সব ক্ষেত্রেই তারা অনুকরণীয় আদর্শ। ’

সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম বলেন, ‘ধারাভাষ্যকারদের কথা বলার ধরন, বাচনভঙ্গি আমাদের অভিভূত করতো। অপেক্ষায় থাকতাম কখন বেতারে আমার নামটা শুনবো প্রিয় ধারাভাষ্যকারদের মুখ থেকে। ভালো খেলার একটা উদ্দীপনা তৈরি হতো আপনা-আপনি। ’

সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি রকিবুল হাসান বলেন, ‘মিন্টু ভাই যখন খেলা ছেড়ে দেবে দেবে, আমি তখন খেলা শুরু করি। বেতারে তাদের কণ্ঠ আমাদের উৎসাহিত করতো। ক্রীড়াঙ্গনে তাদের অভাব কেউ পূরণ করতে পারবে না। ’

সাংবাদিক-লেখক ইকরামুজ্জামান বলেন, ‘হামিদ ভাই, মিন্টু ভাই, মৃধা ভাই-তারা শুধু ধারাভাষ্য দিতেন বা খেলাধুলা করতেন তা নয়। পত্রিকায় কলামও লিখতেন। ক্রীড়া লেখক ছিলেন তারা। ক্রীড়াঙ্গনে তাদের অবদানের কথা বলে শেষ করা যাবে না। ’

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ০৬ আগস্ট ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।