ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

দ্বিতীয় রাউন্ড শেষে শীর্ষে ৪২ দাবাড়ু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
দ্বিতীয় রাউন্ড শেষে শীর্ষে ৪২ দাবাড়ু

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে মহনগরী ফিদে রেটিং দাবা প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে।

 

রেকর্ড সংখ্যক খেলোয়াড় নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড শেষে ৪২জন খেলোয়াড় পূর্ণ দুই পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

শীর্ষে রয়েছেন মোঃ মাসুম হোসেন, মোহাম্মদ এনায়েত হোসেন, মোঃ আবজিদ রহমান, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, মতিউর রহমান মামুন, মোহাম্মদ সাগর, নাসির উদ্দিন অপু, আব্দুল মোমিন, হাসনাত এলাহি, জুয়েল খান, ইব্রাহীম, আনিসুজ্জামান জুয়েল, শরীয়তউল্লাহ, মোঃ সিরাজুল কবীর, গিয়াসউদ্দিন মিঠু, হাবিবুর হমান সোহেল, নয়ন কুমার মোহন্ত, জাকারিয়া, সাব্বির শাহ, মুকিতুল ইসলাম রিপন, উমা শংকর মন্ডল, আহমেদ নূরে আলম, মোঃ রিমন শেখ, অভিজিৎ বড়ুয়া।

আরও রয়েছেন দেওয়ান শহিদুল আমিন, সোহাগ হোসেন, মোঃ জাফরুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ, মনির হোসেন, মোহাম্মদ জুয়েল, ক্যারল চৌধুরী, সব্যসাচী, জাকিয়া সুলতানা, জাবের আল হামিদ, আনোয়ার হোসেন দুলাল, মনিরুজ্জামান মাসুদ, শিবু পোদ্দার, রাজা মিয়া, নিলয় দেবনাথ, মনিরুজ্জামান মনি, আবুল হাসনাত, জাহিদ হোসেন ভূঁইয়া।

রোববার (০৭ আগস্ট) অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় মাসুম আমিরকে, এনায়েত জাহিরকে, আবজিদ সাজ্জাদকে, রানী হামিদ শাহজাহানকে, অপু রবিউলকে, সাগর মোকসদকে, মোমিন আরিফকে, হাসনাত এলাহি আলমগীরকে, জুয়েল হানিফকে, ইব্রাহীম হাবিবকে, জুয়েল আফজালকে, শরীয়ত শামসুলকে, সিরাজ শাহিদকে, মিঠু আসিফকে ও সোহেল রুমনকে পরাজিত করেন। শহিদুল শিরিনের সাথে ড্র করেন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ০৭ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।