ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

নাটোরে ইয়েস কার্ড পেলো আট সাঁতারু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
নাটোরে ইয়েস কার্ড পেলো আট সাঁতারু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: তৃণমূল পর্যায় থেকে সেরা সাঁতারু বাছাইয়ে নাটোরে ৮ জন ইয়েস কার্ড পেয়েছেন।

রোববার (১৪ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্থানীয় শংকর চৌধুরী স্টেডিয়াম মাঠে বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও নৌবাহিনী যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতায় জেলায় একজন নারীসহ মোট ১০৩ জন অংশ নেন। অনুষ্ঠানে বিজয়ী ৮ জনকে ইয়েস কার্ড দেন নাটোর সদরের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক খলিলুর রহমান, নৌ-বাহিনীর কমান্ডার এসএম মাহমুদুর রহমান, লে. কমান্ডার এম নাঈমুল হক ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।

প্রতিযোগিতায় ১১ থেকে ১৮ বছর বয়সী নারী পুরুষ অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬

পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।