ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

বিকেএসপিতে জাতীয় শোক দিবস পালিত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
বিকেএসপিতে জাতীয় শোক দিবস পালিত

ঢাকা: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪১তম শাহাদাত বার্ষিকী স্মরণে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, বিকেএসপি’তে পালিত হলো জাতীয় শোক দিবস-২০১৬।

সূর্যদয়ের সাথে সাথে প্রতিষ্ঠানের পরিচালক (প্রশাসন ও অর্থ)  এবিএম রুহুল আজাদ জাতীয় পতাকা অর্ধনমিত করে দিনের কার্যক্রম শুরু করেন।

এ সময় সকল প্রশিক্ষণার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ কালো ব্যাজ ধারণ করে সমাবেসস্থলে উপস্থিত হন।

পরে কলেজে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ। অডিও ভিজ্যুয়াল সেন্টারে আয়োজন করা হয় আলোচনা সভা, কবিতা, গান ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর।

বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সামছুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি সকলকে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শকে অনুসরণ করে এগিয়ে যাবার পরামর্শ দেন।

পরে বিকেএসপি’র কেন্দ্রীয় মসজিদে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ১৫ আগস্ট ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।