ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

অক্টোবরে হবে দৃষ্টিহীনদের দাবা প্রতিযোগিতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
অক্টোবরে হবে দৃষ্টিহীনদের দাবা প্রতিযোগিতা

ঢাকা: দাবার ইতিহাসের মতোই পুরনো দৃষ্টিহীনদের দাবার ইতিহাস। বাংলাদেশে সর্বপ্রথম দৃষ্টিহীনদের দাবা খেলেন নাজমুল হোসেন ফারুক।

সেটা অবশ্য ১৯৭৭ সালের দিকে। আর ১৯৯৮ সালের দিকে দাবা ফেডারেশনে অন্তর্ভূক্ত হয় দৃষ্টিহীনদের দাবা।

 

২০০২ সালে প্রতিষ্ঠা লাভ করে ‘বাংলাদেশ ব্রেইল চেস সোসাইটি। ’ তাদের ব্যবস্থাপনায় এরপর থেকে আয়োজিত হচ্ছে দৃষ্টিহীনদের নানা ধরনের দাবা প্রতিযোগিতা। ‘ব্রেইল চেস সোসাইটি’র পাশাপাশি আরো কিছু সংগঠন দৃষ্টিহীন দাবাড়ুদের নিয়ে কাজ করছে। তার মধ্যে উল্লেখযোগ্য ন্যাশনাল ফেলোশিপ ফর দি অ্যাডভান্সমেন্ট অব ভিজ্যুয়ালি হ্যান্ডিক্যাপড (এনএফএভিএইচ)।

আগামী ১৫ অক্টোবর ‘বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। ’ এই দিবসকে সামনে রেখে আগামী ১২ অক্টোবর থেকে আয়োজিত হবে দৃষ্টিহীনদের দাবা প্রতিযোগিতা। যা শেষ হবে ১৫ অক্টোবর।

এ বিষয়ে ন্যাশনাল ফেলোশিপ ফর দি অ্যাডভান্সমেন্ট অব ভিজ্যুয়ালি হ্যান্ডিক্যাপড (এনএফএভিএইচ) এর মহাসচিব ও এক্সিকিউটিভ মো: জাহাঙ্গীর আলম জানান, ‘আসলে আমাদের দৃষ্টিপ্রতিবন্ধীদের বিনোদনের বিষয়টা খুবই উপেক্ষিত। আমরা বিনোদনটা উপভোগ করতে পারি না। এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করলে তা আমাদের জন্যই ভালো। আশা করছি আসন্ন ১৫ অক্টোবরের ৪৮তম বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কমপক্ষে ৬০ জন দৃষ্টিহীন দাবাড়ু অংশ নেবেন। ’

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ২১ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।