ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

যুব এশিয়া কাপ হকির সূচি চূড়ান্ত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
যুব এশিয়া কাপ হকির সূচি চূড়ান্ত ছবি: সংগৃহীত

ঢাকা: যুব এশিয়া কাপ হকির সূচি চূড়ান্ত করেছে এশিয়ান হকি ফেডারেশন। আগামী ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এ ‍টুর্নামেন্ট।

সাত দেশের অংশগ্রহণে অনুষ্ঠেয় চতুর্থ পুরুষ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে স্বাগতিক বাংলাদেশসহ অংশ নেবে সাত দেশের অনূর্ধ্ব-১৮ দল।

দুটি গ্রুপে ভাগ হয়ে লড়বে তারা। বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত ও ওমান। অন্য গ্রুপে রয়েছে পাকিস্তান, চায়না, চাইনিজ তাইপে ও হংকং।   এবারের জুনিয়র এশিয়া কাপে অংশগ্রহণ করছে না দুই শক্তিশালী দেশ কোরিয়া ও মালয়েশিয়া।

মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে উদ্বোধনী দিন (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় চায়নার বিপক্ষে খেলবে হংকং। একই দিনে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নামবে চাইনিজ তাইপে। বিকাল ৩টায় ভারতের বিপক্ষে নামবে স্বাগতিক বাংলাদেশ।

২৫ ও ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের অপর দুটি ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ২৩ আগস্ট ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।