ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

বাংলাদেশ সেনাবাহিনী ভলিবলে চ্যাম্পিয়ন যশোর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
বাংলাদেশ সেনাবাহিনী ভলিবলে চ্যাম্পিয়ন যশোর

ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতা ২০১৬ এর চূড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ মঙ্গলবার (২৩ আগস্ট) সাভার সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে।

সেনাবাহিনীর সাভার এরিয়া কমান্ডার ও ৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার ফাইনাল খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় ৫৫ পদাতিক ডিভিশন (যশোর অঞ্চল) দল চ্যাম্পিয়ন এবং ১৯ পদাতিক ডিভিশন (ঘাটাইল অঞ্চল) দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সাভার এরিয়ার সকল অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ১৪ আগষ্ট সদর দপ্তর ৯ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে শুরু হয় বাংলাদেশ সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতা-২০১৬। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি দল অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ২৩ আগস্ট ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।