ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

‘মনের শক্তি দিয়ে প্রতিবন্ধকতা জয় করবো’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
‘মনের শক্তি দিয়ে প্রতিবন্ধকতা জয় করবো’ ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) সামনে ৩০০ ফিট রাস্তায়  হয়ে গেল ‘প্রাণ ড্রিংকিং ওয়াটার-ওয়াকাথন’ প্রতিযোগিতা। এতে অংশ নেন বিভিন্ন বয়সের প্রায় এক হাজার প্রতিযোগী।

হাঁটার এ প্রতিযোগিতায় পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সবার নজর কাড়েন বাংলাদেশ ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট দলের সদস্য ইদ্রিস আলী।

শারীরিক প্রতিবন্ধীরা যে কোনো ধরনের কাজেই অংশ নিতে সক্ষম সেটি প্রমানের জন্যই হাঁটার এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বলে জানান তিনি।

বাংলানিউজকে ইদ্রিস আলী বলেন,  ‘মনে জোর থাকলে সব কিছুই সম্ভব। যাদের ভেতরে বড় স্বপ্ন আছে তারা যেন আমাকে দেখে উৎসাহিত হয়ে সামনে এগিয়ে যায় এ বার্তা দিতেই আমি অংশ নিয়েছি। এটি প্রমানের সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম নিশ্চয়ই স্পোর্টস। স্বাভাবিক দেহের শক্তিই যথেষ্ট নয়, থাকতে হবে মনের শক্তি। মনের শক্তি দিয়ে প্রতিবন্ধকতা জয় করবো। শুধু শারীরিক প্রতিবন্ধকতা নয়, সব ধরনের প্রতিবন্ধকতা আমরা জয় করবো। ’
 
দেশের বন্যাকবলিত জেলাগুলোর মানুষকে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত হয় এ প্রতিযোগিতা। বেশ কয়েকজন নারী ও শিশু এতে অংশ নেন। রাজধানীর বারিধারা থেকে সন্তানদের (এক ছেলে, এক মেয়ে) নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন উজমা চৌধুরী। তিনি বাংলানিউজকে বলেন, ‘প্রায়ই হাঁটা হয়। তবে এত মানুষের সাথে কখনোই হাঁটা হয়নি। হাঁটার প্রতি সন্তানদের উৎসাহী করে তুলতেই এ প্রতিযোগিতায় নিয়ে এলাম। ’

প্রতিযোগিতায় মেয়েদের মধ্যে বিজয়ী প্রথম স্থান পাওয়া অ্যাথলেট সুরুভি ইসলাম পড়ছেন রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। এর ‍আগে উইমেন্স ম্যারাথনে একবার অংশ নিয়েছিলেন এ তরুণী। সেবার হাতে পুরস্কার ওঠেনি। এবার পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন, ‘পুরস্কার পেয়ে ভালো লাগছে। এর ‍আগে ম্যারাথনে একবার অংশ নিয়েছি। তাই আত্মবিশ্বাস ছিল পারবো। নিজের সক্ষমতা সম্পর্কে ধারণা নিতেই এ প্রতিযোগিতায় অংশ নেয়া। ’

হাঁটার এ প্রতিয়োগিতায় অংশ নিতে সকাল ৬টা থেকে আইসিসিবি’র সেমিনার হলের সামনে ভিড় জমায় তরুণ-তরুনীরা। সকাল ৮টায় শুরু হয় মূল প্রতিযোগিতা।

আইসিসিবি’র সম্মুখের গেট থেকে থেকে কাঞ্চন ব্রিজে টার্নিং লাইন স্পর্শ করে প্রতিযোগিরা আবার ফেরত আসেন স্টার্টিং পয়েন্ট। মোট পাঁচ কিলোমিটার হেঁটে সবার আগে ফিনিশিং পয়েন্টে পৌঁছে বিজয়ী হয়েছেন হায়দার জাহান। মেয়েদের মধ্যে সুরুভি ইয়াসমিন। এ দু’জনসহ মোট ১৬ জনকে পুরস্কৃত করা  হয়। বিশেষ পুরস্কার হিসেবে পাঁচ কিলোমিটারের হাঁটা প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশেষ পুরস্কার পান ৭ বছরের শিশু স্নেহা ও প্রতিবন্ধী ক্রিকেট দলের সদস্য ইদ্রিস আলী।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।