ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

পুরস্কৃত করা হলো অপরাজিত চ্যাম্পিয়ন ফাহাদকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
পুরস্কৃত করা হলো অপরাজিত চ্যাম্পিয়ন ফাহাদকে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৩৫তম জাতীয় সাব-জুনিয়র (অনূর্ধ্ব-১৬) ওপেন ও বালিকা দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৬ পুরস্কার বিতরনী অনুষ্ঠান সোমবার (২৯ আগস্ট) দাবা কক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি ও সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোঃ রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কে এম শহিদউল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম। বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম-সম্পাদক মোঃ মনিরুজ্জামান পলাশ, টুর্নামেন্ট কমিটির সচিব কামরুজ্জামান ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য কাজী জাকেরুল মওলা ও জাকির আহমেদ উপস্থিত ছিলেন।

চ্যাম্পিয়ন ফিদে মাস্টার মেহাম্মদ ফাহাদ রহমান প্রাইজমানি ও ট্রফি, রানার-আপ মোঃ নাইম হক ট্রফি ও প্রাইজমানি, তৃতীয় অমিত বিক্রম রায় মেডেল ও প্রাইজমানি, চতুর্থ নোশিন আঞ্জুম প্রাইজমানি ও মেডেল, পঞ্চম ও ষষ্ঠ তাহসিন তাজওয়ার জিয়া ও মিরাজ উদ্দিন আহমেদ প্রাইজমানি ও মেডেল এবং আসিফ হাসান অনিম সপ্তম পুরস্কার হিসেবে প্রাইজমানি লাভ করেন।

ঢাকা শহর এবং ৩০টিœ জেলা হতে আগত ১০০জন বালক ও বালিকা এ ইভেন্টে অংশ নেয়।

এই ইভেন্টে মাহিন্দ্রা কমভিবারের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। ফাহাদ ৭ খেলায় ৬.৫ পয়েন্ট পেয়ে শিরোপা নিশ্চিত করে জাতীয় সাব-জুনিয়র দাবা শিরোপায় জয় অক্ষুন্ন রাখেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ২৯ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।