ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

ক্লাব কাপ কুস্তিতে সবুজ ক্লাব চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
ক্লাব কাপ কুস্তিতে সবুজ ক্লাব চ্যাম্পিয়ন

ঢাকা: বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার (২৯ আগস্ট) থেকে শুরু হয় ‘ঢাকা মহানগরী ক্লাব কাপ কুস্তি প্রতিযোগিতা-২০১৬ (পুরুষ বিভাগ)’। দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতা মঙ্গলবার (৩০ আগস্ট) সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে।

৮ টি ওজন শ্রেণির মধ্যে ৫টিতে স্বর্ণ ও একটিতে রৌপ্য জিতে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা সবুজ ক্লাব। আর ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ৫টি পদক নিয়ে রানারআপ হয়েছে আজাদ মুসলিম ক্লাব। ১টি স্বর্ণ ও ১টি রৌপ্য জিতে তৃতীয় স্থান অধিকার করে অগ্রণী সংসদ।

জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, এমপি। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান ও যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন আজাদসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।

এবারের ঢাকা মহানগরী ক্লাব কাপ কুস্তি প্রতিযোগিতায় ৮টি ওজন শ্রেণিতে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক নিবন্ধনকৃত ঢাকা মহানগরীর ১৫টি ক্লাবের ১২০ জন কুস্তিগীর অংশ নেয়। ওজন শ্রেণিগুলো ছিল ৫৭ কেজি, ৬১ কেজি, ৬৫ কেজি, ৭০ কেজি, ৭৪ কেজি, ৮৬ কেজি, ৯৭ কেজি ও ১২৫ কেজি।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।