ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

আজারবাইজানে নরওয়ের কাছে হেরেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৬
আজারবাইজানে নরওয়ের কাছে হেরেছে বাংলাদেশ

ঢাকা: আজারবাইজানের বাকু শহরে অনুষ্ঠানরত ৪২তম বিশ্ব দাবা অলিম্পিয়াডের ওপেন বিভাগের দ্বিতীয় রাউন্ডের খেলায় বাংলাদেশ দল ১২ সিডেড বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসনের দেশ নরওয়ের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে ১.৫-২.৫ পয়েন্ট হেরেছে।

গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ (রেটিং-২৪৩৯) কৃতিত্বের সাথে খেলে নরওয়ের গ্র্যান্ড মাস্টার উরকেডাল ফ্রোডিকে (রেটিং-২৫৩৭) পরাজিত করেন এবং গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব (রেটিং-২৪৮৮) গ্র্যান্ড মাস্টার হেমার জন লুডভিকের (রেটিং-২৬৫১) সাথে ভালো অবস্থান পেয়েও জয়ের সুযোগ হাতছাড়া করে শেষ পর্যন্ত ড্র করতে সক্ষম হন।

গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব (রেটিং-২৪৩৭) বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসনের (রেটিং-২৮৫৭) কাছে এবং গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান (রেটিং-২৫১২) গ্র্যান্ড মাস্টার তারি আরিয়েনের (রেটিং-২৫৭০) কাছে হেরে যান।

ওপেন বিভাগে বাংলাদেশ দল ২ ম্যাচ পয়েন্ট এবং ৫.৫ গেম পয়েন্ট পেয়েছে। অপরদিকে মহিলা বিভাগে বাংলাদেশ মহিলা দল ১৯নং সিডেড শক্তিশালী দল ভিয়েতনামের কাছে ১-৩ পয়েন্টে পরাজিত হলেও মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন (রেটিং-২০০২) ভিয়েতনামের মহিলা গ্র্যান্ড মাস্টার  হোয়াং থি রাও ত্রামকে (রেটিং-২৩২৫) পরাজিত করেন।

এছাড়া, আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা (রেটিং-২১২৯) আন্তর্জাতিক মাস্টার পাম লি থাউ ইয়েনের  রেটিং-২৩৩৮) কাছে, মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা (রেটিং-১৯৬৫) মহিলা গ্র্যান্ড মাস্টার ইয়েন থি মাই হুংয়ের কাছে (রেটিং-২৩১৬) এবং আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ (রেটিং-১৯৯৩) মহিলা গ্র্যান্ড মাস্টার ইয়েন থি থান আনের (রেটিং-২২৪৯) কাছে হেরে যান। মহিলা দল ২ খেলায় ২ ম্যাচ পয়েন্ট ও ৫ গেম পয়েন্ট পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ০৪ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।