ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

রোহিতের কাছে ত্রিপল সেঞ্চুরি চান গেইল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৬
রোহিতের কাছে ত্রিপল সেঞ্চুরি চান গেইল

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল আর ভারতের সাবেক ক্রিকেটার বিরেন্দর শেওয়াগ দু’জনই টেস্টে দু’বার করে ত্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন। ওয়ানডেতে ভারতের তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা একাই দুটি ডাবল সেঞ্চুরির মালিক।

এবার টেস্টেও রোহিতের কাছ থেকে ত্রিপল সেঞ্চুরি আশা করছেন ক্যারিবীয় তারকা গেইল।

এক ছবিতে থাকা শেওয়াগ, গেইল আর রহিত শর্মার ছবি ক্যারিবীয়ান ব্যাটিং দানব তার টুইটার থেকে টুইট করেছেন। সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘এটা ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির ক্লাব। টেস্টে রোহিতের এখন একটি ত্রিপল শতক দরকার। তাহলেই ছবিটা ত্রিপল শতকের ক্লাবে পরিণত হবে। ’

তার আগে তিনি লেখেন, ‘এক ছবিতে টেস্টে চারটি ত্রিপল সেঞ্চুরিয়ান এবং ওয়ানডেতে চারটি ডাবল সেঞ্চুরিয়ান। ’

ওয়ানডেতে এ পর্যন্ত ছয়টি ডাবল শতক হয়েছে। যার দুটিই রোহিত শর্মার (সর্বোচ্চ ২৬৪) এবং ভারতীয়দের দখলে চারটি। রোহিত ছাড়াও একবার করে এই মাইলফলক স্পর্শ করেছেন ভারতের লিটল মাস্টার শচীন টেন্ডুলকার এবং ওপেনার শেওয়াগ। এছাড়া একবার করে ডাবল শতক হাঁকান নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল এবং ক্রিস গেইল।

সাদা পোশাকে ত্রিপল শতক হয়েছে ২৬ বার। সর্বোচ্চ ৪০০ রানের ইনিংস খেলেছিলেন ক্যারিবীয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। তিনশো রানের কোটা পার করেছেন আরও অনেক ব্যাটসম্যান। যেখানে গেইল করেছিলেন ৩৩৩ রান। ২০১০ সালের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে তিনি ত্রিপল সেঞ্চুরিটি হাঁকান। আর ২০০৫ সালের এপ্রিলে সেন্ট জোনসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গেইল খেলেছিলেন ৩১৭ রানের আরেকটি ইনিংস।

শেওয়াগের দুটি ত্রিপল শতকের একটি রয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, অন্যটি রয়েছে পাকিস্তানের বিপক্ষে। প্রোটিয়াদের বিপক্ষে ঘরের মাঠ চেন্নাইয়ে শেওয়াগ ২০০৮ সালে করেছিলেন ক্যারিয়ার সর্বোচ্চ ৩১৯ রান। আর পাকিস্তানের বিপক্ষে তাদেরই মাটিতে মুলতানে শেওয়াগ ২০০৪ সালে করেছিলেন ৩০৯ রান।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ০৪ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।