ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

আজারবাইজানে জর্ডান-উরুগুয়েকে হারিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
আজারবাইজানে জর্ডান-উরুগুয়েকে হারিয়েছে বাংলাদেশ

ঢাকা: আজারবাইজানের বাকু শহরে অনুষ্ঠানরত ৪২তম বিশ্ব দাবা অলিম্পিয়াডের ওপেন বিভাগের তৃতীয় রাউন্ডের খেলায় বাংলাদেশ ৩.৫-০.৫ পয়েন্টে জর্ডানকে পরাজিত করেছে। এছাড়া, মহিলা বিভাগে বাংলাদেশ মহিলা দল উরুগুয়েকে হারিয়েছে।

বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব (রেটিং-২৪৩১) জর্ডানের আবোওদি মারওয়ানকে (রেটিং-২২০৯), গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান (রেটিং-২৫১২) আন্তর্জাতিক মাস্টার আহমেদ আল খাতিবকে (রেটিং-২২৫৩) ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন (রেটিং-২৪১৩) ফিদে মাস্টার মোহাননাদ ফারহানকে (রেটিং-২২৯৪) পরাজিত করেন।

এছাড়া, গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব (রেটিং-২৪৮৮) ফিদে মাস্টার মনসুর সামিরের (রেটিং-২২৪৫) সাথে ড্র করেন। ওপেন বিভাগে বাংলাদেশ দল ৪ ম্যাচ পয়েন্ট আর ৯ গেম পয়েন্ট পেয়েছে।

অপরদিকে মহিলা বিভাগে বাংলাদেশ মহিলা দল ২.৫-১.৫ পয়েন্টে উরুগুয়েকে পরাজিত করে। মহিলা দলের পক্ষে আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা (রেটিং-২১২৯) উরুগুয়ের সিলভা রোসাস নাতালিয়াকে (রেটিং-১৮১২) পরাজিত করেন। মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন (রেটিং-২০০২) লারিয়া ড্যানিয়েলার (রেটিং-১৭৭৮) সাথে, মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা (রেটিং-১৯৬৫) কুয়েভেডো এন্ডরেইনার (রেটিং-১৬৯৯) সাথে এবং মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা (রেটিং-১৯৯৩) পেরেজ সেসেলিয়া মানুয়েলার (রেটিং-১৬২১) সাথে ড্র করেন।

মহিলা দল ৩ খেলায় ৪ ম্যাচ পয়েন্ট ও ৭.৫ গেম পয়েন্ট পেয়েছে। চতুর্থ রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ দল আলবেনিয়ার সাথে এবং মহিলা বিভাগে মহিলা দল তুরস্কের সাথে খেলবে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ০৫ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।