ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

জুনিয়র দাবায় ফাহাদ চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
জুনিয়র দাবায় ফাহাদ চ্যাম্পিয়ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৩৬তম জাতীয় জুনিয়র (অনূর্ধ্ব-২০) ওপেন ও বালিকা দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৬ তে আট খেলায় মোট ৭.৫ পয়েন্ট পেয়ে এবং ৪৩.৫ বুশলজ টাই-ব্রেকিং স্কোর নিয়ে মাহিন্দ্রা কমভিবারের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

অপরদিকে পাবনার ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম আট খেলায় ৭.৫ পয়েন্ট ও ৪৩ বুশলজ টাই-ব্রেকিং স্কোর নিয়ে রানারআপ হন।

অষ্টম রাউন্ডের খেলায় ফাহাদ ঢাকার স্বরনাবো চৌধুরিকে এবং সিয়াম ঢাকার আবদুল্লা আল রাইসনকে পরাজিত করেন।

৬ পয়েন্ট নিয়ে বুশলজ টাই-ব্রেকিং পদ্ধতিতে জয়পুরহাটের মো: আবু জাফর সিদ্দিক তৃতীয়, সিরাঞ্জগঞ্জের মো: নাঈম হক চতুর্থ, ঢাকার ইয়াসির আলী খান ইভান পঞ্চম, নাটোরের কৌশিক চৌধুরি ষষ্ঠ এবং নারয়ণগঞ্জের মনোন রেজা সপ্তম হন। ৫.৫ পয়েন্ট নিয়ে ঢাকার স্বরনাবো চৌধুরি অষ্টম, ঢাকার আবদুল্লাহ আল রাইসন নবম, চট্টগ্রামের মেহেদি হাসান নওসাদ দশম স্থান অধিকার করেন।

এছাড়া, ৬ পয়েন্ট নিয়ে প্রথম সেরা বালিকা হন বগুড়ার প্রতিভা তালুকদার, ৫.৫ নিয়ে ২য় সেরা বালিকা হন ঢাকার ওয়ালিজা আহমেদ ও তৃতীয় সেরা বালিকা হন নারায়ণগঞ্জের জহুরাতুল জান্নাত জিসা।

৫ পয়েন্ট নিয়ে অনূর্ধ্ব-১২ সেরা বালক হন ক্রিষ্টফার রয়, ৪.৫ অনূর্ধ্ব-১২ সেরা বালিকা-১ হন জান্নাতুল ফেরদৌস এবং সেরা বালিকা-২ হন নওসিন আনজুম। ৫ পয়েন্ট নিয়ে অনূর্ধ্ব-১০ সেরা বালক হন মো: সাইদুল হক এবং ৪.৫ পয়েন্ট নিয়ে অনূর্ধ্ব-১০ সেরা বালিকা হন নুসরাত জাহান আলো।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি জনাব গাজী সাইফুল তারেক। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মনিরুজ্জামান পলাশ, কার্যনির্বাহী সদস্য জনাব দেবাশীষ দে। অনুষ্ঠানের সভাপত্বি টুর্নামেন্ট কমিটির সদস্য-সচিব ও বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য জনাব কামরুজ্জামান ভূইঁয়া।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ০৫ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।