ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

বিডি সাইক্লিস্ট: তারুণ্যের জয়গান

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৬
বিডি সাইক্লিস্ট: তারুণ্যের জয়গান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানী ঢাকা বিশ্বের অন্যতম ব্যস্ত শহরগুলোর একটি। আয়তনের তুলনায় জনসংখ্যা অধিক হওয়ায় যাত্রাপথে যানজট এ শহরের মানুষের নিত্যদিনের সঙ্গী।

কর্মব্যস্ত মানুষের অনেকটা সময় কেড়ে নিচ্ছে যানযট। সেই সঙ্গে গাড়ির কালো ধোঁয়ায় মানুষের জীবন হয়ে উঠছে দুর্বিষহ।

এ সমস্যার সমাধান দিতে পারে বাই-সাইকেল। পরিবেশবান্ধব এ বাহনটিকে কেন্দ্র করে গড়ে ওঠেছে একটি সংগঠন-বিডি সাইক্লিস্ট।

শুক্রবার (০৯ সেপ্টেম্বর) সকালে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে সংগঠনটির সাইক্লিস্টদের সঙ্গে হঠাৎ দেখা। উত্তরার দিয়াবাড়ি হয়ে মানিক মিয়া এভিনিউয়ের উদ্দেশে তরুণ সাইক্লিস্টরা ফিরছিলেন মিরপুর হয়ে।

স্টেডিয়ামের সামনে বিশ্রাম নিতে পাঁচ মিনিটের যাত্রা বিরতি। এ সময়েই খানিক আড্ডা হলো সংগঠনটির সদস্য শোয়েব, আসাদুল্লাহ ও অনিক বড়ুয়ার সঙ্গে। শোয়েব জানালেন, ‘সকালে মানিক মিয়া এভিনিউ থেকে আমরা ১৫১ জন সাইক্লিস্ট এক সঙ্গে সাইকেল ‍চালিয়ে উত্তরার দিয়াবাড়ি ঘুরে এলাম। ফিরছি এক সঙ্গেই। তবে, বেশ কয়েকজন আমাদের ছাড়িয়ে সামনের দিকে চলে গেছে। ’

আরেক সদস্য আসাদুল্লাহ জানালেন সংগঠনটির কার্যক্রম সম্পর্কে, ‘প্রতি শুক্র ও শনিবার সকালে সাইক্লিং করতে করতে দূরে কোথাও ঘুরে আসি। এছাড়া মঙ্গল ও বৃহস্পতিবার রাতে বহর বানিয়ে বের হই। ফেসবুকের মাধ্যমে আমরা যাত্রায় সময় ও স্থান ঠিক করে নেই। পরিবেশবান্ধব বাহনটি ব্যবহার করে যাতে উপকৃত হওয়া যায়, সে বার্তা মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই আমরা। ’

২০১১ সালে ফেসবুকে বিডি সাইক্লিস্ট নাম দিয়ে কয়েকজন তরুণ একটি গ্রুপ তৈরি করেন। যার বর্তমান সদস্য সংখ্যা ৬৪ হাজারেরও বেশি। রাজধানী ঢাকার যানজটের এই সংকট থেকে মুক্তি পেতে এ শহরের বাসিন্দাদের শতকরা ৫ জনকে পরিবহন হিসেবে সাইকেলকে বেছে নেয়ার জন্য উৎসাহিত করতে কাজ করছে বিডি সাইক্লিস্ট।  

একটি ওয়েবসাইটও চালু করেছেন তারা। যেখানে শহরের বিভিন্ন সাইকেল বিক্রয়কেন্দ্রের নানা তথ্য এবং সাইকেলের দরদাম ইত্যাদি বিষয়ে আগ্রহীদের নানা প্রশ্নের উত্তর দিয়ে থাকেন বিডি সাইক্লিস্টের সদস্যরা। জাতীয় গুরুত্বপূর্ণ দিবস এবং নানা উৎসব স্মরণীয় করে তোলার জন্য বিডি সাইক্লিস্ট নানান ইভেন্টেরও আয়োজন করে যাচ্ছে। সাইক্লিস্টদের ‍আড্ডা জমে মূলত গ্রিন রোডের ক্যাফে সাইক্লিস্টে-যেটি বিডি সাইক্লিস্ট নিয়ন্ত্রিত।  

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ০৯ সেপ্টেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।