ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

‘অভিজ্ঞতাই বাংলাদেশকে জয় এনে দিয়েছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৬
‘অভিজ্ঞতাই বাংলাদেশকে জয় এনে দিয়েছে’ ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে আফগানরা ভাল খেললেও শেষ পর্যন্ত স্বাগতিকদের কাছে মেনে নিতে হয়েছে ২-১ এ সিরিজ হার। আর এই জন্য টাইগারদের অভিজ্ঞতাকেই এগিয়ে রাখলেন আফগান অধিনায়ক আসগর স্ট্যানিকজাই।

শনিবার (১ অক্টোবর) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসগর  জানালেন, ‘আইসিসির পূর্ণ সদস্য হওয়ায় বাংলাদেশ আমাদের চাইতে অভিজ্ঞতায় বেশ এগিয়ে। তারপরেও প্রথম দুই ওয়ানডেতে আমরা ওদের বেশ কিছু কঠিন সময় এনে দিয়েছি। তবে আমি মনে করি ওদের থেকে আমরা অনেক কিছু শিখেছি। ’

বাংলাদেশ সফরক সফল একটি সফর উল্লেখ করে আফগান অধিনায়ক বলেন, নিঃসন্দেহে এই সফরটি আমাদের জন্য বিশেষ কিছু। কেননা ঘরের মাটিতে বাংলাদেশকে রান তাড়া করে হারানো সহজ কোন কাজ নয়। কিন্তু আমরা পেরেছি। এই অভিজ্ঞতাটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।

আর বাংলাদশের বিপক্ষে পাওয়া এমন অভিজ্ঞতা আসছে দিনগুলোতে দল হিসেবে আফগানিস্তানকে আরও সমৃদ্ধ করবে বলেও বিশ্বাস করেন আসগর স্ট্যানিকজাই।

বাংলাদেশ সময়: ০৩২৩ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৬
এইচএল/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।