ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

বার্সেলোনায় আয়েবার ১০ম ইসি মিটিং ৮ অক্টোবর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৬
বার্সেলোনায় আয়েবার ১০ম ইসি মিটিং ৮ অক্টোবর

বাংলাদেশ গ্লোবাল সামিটের আয়োজক সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)’র এক্সিকিউটিভ কমিটির ১০ম সভা ৮ অক্টোবর শনিবার স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায় অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- রাজধানী মাদ্রিদের বাংলাদেশ দূতাবাসে দায়িত্বরত রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার।

দূতাবাসের হেড অব চেন্সরি ও কাউন্সিলর হারুন আল রশিদসহ বার্সেলোনায় বাংলাদেশ কমিউনিটির শীর্ষ নেতারা ওপেনিং সেশনে যোগ দেবেন।

১০ম ইসি মিটিং উপলক্ষ্যে ইউরোপের বিভিন্ন দেশের আয়েবা নেতারা বার্সেলোনায় সমবেত হতে শুরু করবেন।

সুষ্ঠ‍ুভাবে সভার আয়োজন করতে স্থানীয়ভাবে সব ধরনের উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন বার্সেলোনার কমিউনিটি ব্যক্তিত্ব এবং আয়েবা’র অন্যতম ভাইস প্রেসিডেন্ট সুলতান হোসাইন।

ইউরোপীয় ভিত্তিক সংগঠন আয়েবা’র কার্যক্রম বিশ্বব্যাপী সম্প্রসারণের প্রেক্ষিতে এবং তারই ধারাবাহিকতায় আসছে ১৯-২০ নভেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য ‘প্রবাসী বিশ্বসম্মেলন’ ১ম বাংলাদেশ গ্লোবাল সামিটের সার্বিক প্রস্তুতিসহ সংগঠনের অন্যান্য কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা হবে বার্সেলোনা বৈঠকে।

বাংলাদেশ সময়: ০৬৪২ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।