ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৬
ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারালো বাংলাদেশ ছবি:সংগৃহীত

ঢাকা: হারের একদিন পরই ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে জয় তুলে নিল বাংলাদেশ! তবে ক্রিকেট নয়। কাবাডি বিশ্বকাপে ইংলিশদের ৫২-১৮ পয়েন্টে হারিয়ে শুভ সূচনা করেছে লাল-সবুজের দল।

ভারতের আহমেদাবাদে এবারের বিশ্বকাপ আয়োজন হচ্ছে। যেখানে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিল বাংলাদেশ।

আগামী ১১ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতে বিপক্ষে লড়বে বাংলাদেশ। ভারত প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩৪-৩২ পয়েন্টে হার মানে।

১৩ অক্টোবর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচে লড়বে বাংলাদেশ। চারদিন পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে  লড়বে দলটি। ১৯ অক্টোবর আর্জেন্টিনার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলবে বাংলার ছেলেরা।

এবারের আসরে মোট ১২টি দেশ অংশগ্রহন করছে। ২২ অক্টোবর ফাইনালের মধ্যে দিয়ে আসরটির পর্দা নামবে।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ০৮ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।