ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

হ্যান্ডবলের ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
হ্যান্ডবলের ফাইনালে বাংলাদেশ ছবি: সংগৃহীত

ঢাকা: আইএইচএফ ট্রফি হ্যান্ডবলের ফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশের যুবারা। পাকিস্তানের বিপক্ষে পিছিয়ে থেকেও দুর্দান্ত জয় তুলে নেয় শাকির-সোহেল রানা-মেহেদীরা।

নির্ধারিত সময়ের খেলা সমতায় থাকায় অতিরিক্ত সময়ে গড়ায় সেমি-ফাইনালের ম্যাচটি। তবে, পাকিস্তানের যুবারা বাংলাদেশকে জয়বঞ্চিত করে ফাইনালে উঠতে পারেনি। বাংলাদেশ ৩৫-৩০ গোলে হারিয়েছে পাকিস্তানকে।

বুধবার (১২ অক্টোবর) শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু থেকেই জমে ওঠে ম্যাচ। যতই সময় গড়িয়েছে ততই ম্যাচের উত্তেজনা বেড়েছিল। প্রথমার্ধে ১৪-১৩ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পাকিস্তান।

তবে, দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ম্যাচের একেবারে শেষ দিকে পাকিস্তানের গোলের জবাবে পাল্টা আক্রমণে ম্যাচে ফেরে স্বাগতিকরা। শেষ মুহূর্তের গোলে ২৮-২৮ সমতা ফেরায় বাংলাদেশ।

অতিরিক্ত ১০ মিনিটের খেলায় শেষ পর্যন্ত ৩৫-৩০ গোলে জেতে বাংলাদেশ।

স্বাগতিক দলের হয়ে মোহাম্মদ শাকির সর্বোচ্চ ৮টি, লুসাই ও সোহেল রানা ৭টি, মেহেদী হাসান ৬টি, ইমরান ৪টি ও রবিউল আওয়াল ৩টি করে গোল করেন।

এর আগে ভারতের কাছে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল বাংলাদেশ। তবে, নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪৬-১৭ গোলে উড়িয়ে দিয়ে সেমি-ফাইনালে উঠে স্বাগতিকরা।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ১২ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।