ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ম্যাকাও ওপেনে ভালো শুরু সিদ্দিকুরের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
ম্যাকাও ওপেনে ভালো শুরু সিদ্দিকুরের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ইন্দোনেশিয়ান মাস্টার্সে ভালো না করলেও ম্যাকাও ওপেনে প্রথম রাউন্ডে গলফ কোর্সে নেমে বেশ ভালো করেছেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান।

প্রথম রাউন্ড শেষে ১২ জনের সঙ্গে যৌথভাবে ষষ্ঠদশ স্থানে আছেন বাংলাদেশের হয়ে অলিম্পিক খেলা এই গলফার।

সবশেষ ইন্দোনেশিয়ান মাস্টার্সে দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে পড়েছিলেন তিনি।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ম্যাকাও গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে প্রথম রাউন্ডে চারটি বার্ডি করেন সিদ্দিকুর। একই রাউন্ডে দুটি বোগিও করেন তিনি।

১১ লাখ ডলার প্রাইজমানির ম্যাকাওয়ের এই টুর্নামেন্টে পারের চেয়ে দুই শট কম খেলে শুরু করেছেন সিদ্দিকুর।

এই এশিয়ান ট্যুরের টুর্নামেন্টে পারের চেয়ে সাত শট কম খেলে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের ইয়ান পলটার ও স্পেনের কার্লোস পিজেম।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ১৩ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।