ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

মহিলা দাবায় চ্যাম্পিয়ন ইভা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
মহিলা দাবায় চ্যাম্পিয়ন ইভা ছবি: সংগৃহীত

ঢাকা: সাইফ গ্লোবাল স্পোর্টস লিঃ এর পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে সাইফ গ্লোবাল স্পোর্টস ৩৬তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে মানিকগঞ্জের মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন।

ইভা ১১ খেলায় সাড়ে নয় পয়েন্ট নিয়ে শিরোপা জয় করেন।

জাতীয় দাবার এটি ইভার দ্বিতীয় শিরোপা জয়, ইতিপূর্বে তিনি ২০০০ সনে মহিলা দাবায় চ্যাম্পিয়ন হয়েছিলেন।

গতবারের রানার-আপ নারায়ণগঞ্জের মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন ৯ পয়েন্ট নিয়ে এবারও রানার-আপ হয়েছেন। সাড়ে আট পয়েন্ট নিয়ে ১৮ বারের জাতীয় মহিলা চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ তৃতীয় স্থান পেয়েছেন। ৭ পয়েন্ট নিয়ে মহিলা দাবা সমিতির খেলোয়াড় এবং বুয়েটের ছাত্রী আহেলী সরকার চতুর্থ স্থান লাভ করেন। জাতীয় মহিলা দাবায় এটাই আহেলীর সর্বোচ্চ সাফল্য।

এছাড়া, সাড়ে ছয় পয়েন্ট নিয়ে অগ্রনী ব্যাংক দাবা দলের মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা পঞ্চম স্থান পেয়েছেন। অন্যান্য স্থান গুলো হচ্ছেঃ ৬ষ্ঠ- বেসিক ব্যাংকের সামিহা শারমীন সিম্মী পয়েন্ট-৬.৫, ৭ম-রাজশাহীর প্রতিভা তালুকদার পয়েন্ট-৪.৫, ৮ম-মহিলা দাবা সমিতির জাহানারা হক রুনু পয়েন্ট-৪.৫, ৯ম-নারায়ণগঞ্জের জোহরাতুল জান্নাত জিসা পয়েন্ট-৪, ১০ম-একসেস চেস ক্লাবের কিশোয়ারা সাজরীন ইভানা পয়েন্ট-৩.৫, ১১তম- নরসিংদীর নোশিন আঞ্জুম পয়েন্ট-২.৫ এবং ১২তম- মহিলা দাবা সমিতির সাবিকুন নাহার তনিমা পয়েন্ট-আধা।

শুক্রবার (১৪ অক্টোবর) দাবা কক্ষে অনুষ্ঠিত একাদশ বা শেষ রাউন্ডের খেলায় ইভা আহেলীর সাথে ড্র করেন। শিরিন সিম্মীকে, রানী হামিদ রুনুকে ও জিসা ইভানাকে পরাজিত করেন। জাকিয়া প্রতিভার সাথে ড্র করেন এবং নোশিন তনিমার বিরুদ্ধে ওয়াক-ওভার পান।

খেলা শেষে বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি ও সাইফ গ্লোবাল স্পোর্টস লিমিটেডের চেয়ারম্যান তরফদার মোঃ রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কে এম শহিদউল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম এবং বক্তব্য রাখেন দাবা ফেডারেশন কার্যনির্বাহী সদস্য মিসেস আঞ্জুমান আরা আকসির। উপস্থিত ছিলেন দাবা ফেডারেশনের সহ-সভাপতি গাজী সাইফুল তারেক, টুর্নামেন্ট কমিটির সচিব কামরুজ্জামান ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম এবং এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মহিলা ক্যান্ডিডেট মাস্টার মাহমুদা হক চৌধুরী মলি।

রাউন্ড রবীন লিগ পদ্ধতিতে ১২ জন খেলোয়াড় অংশ নেন। বিজয়ীদের নগদ এক লক্ষ টাকার অর্থ পুরস্কার দেয়া হয়। চ্যাম্পিয়ন ইভা পঁচিশ হাজার টাকা, রানার-আপ শিরিন বিশ হাজার টাকা এবং তৃতীয় রানী হামিদ পনেরো হাজার টাকার অর্থ পুরস্কার ও ট্রফি লাভ করেন। আহেলী, জাকিয়া, সিম্মী, প্রতিভা ও রুনু অর্থ পুরস্কার ও মেডেল লাভ করেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ১৪ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।