ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ শেষ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ শেষ বাংলাদেশের ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত কাবাডি বিশ্বকাপের আসরে জয় দিয়েই শেষ করেছে লাল-সবুজের বাংলাদেশ। ফুটবলের দেশ আর্জেন্টিনাকে ৬৭-২৬ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ কাবাডি দল।

তিন জয়ে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ।

শেষ ম্যাচ খেলার আগেই অবশ্য নিজেদের লক্ষ্যের কাছে গিয়েও ব্যর্থ হতে হয়েছে আরদুজ্জামানদের। পাকিস্তান এই আসরে অংশ না নেওয়ায় বাংলাদেশ চেয়েছিল অন্তত সেমি-ফাইনালে খেলতে। তবে, ভারতের বিপক্ষে হেরে যাওয়ায় সে লক্ষ্য পূরণ কঠিন হয়ে যায় লাল-সবুজ জার্সিধারিদের।

বুধবার ‘এ’ গ্রুপে নিজেদের পঞ্চম ম্যাচের প্রথমার্ধে ৩৩-১৫ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রেখে তৃতীয় জয় তুলে নেয় লাল-সবুজরা। বিরতির পর আর্জেন্টিনার বিপক্ষে আরও ৩৪ পয়েন্ট তুলে নেয় বাংলাদেশ।
 
পাঁচ ম্যাচের সবগুলো জিতে সর্বোচ্চ ২৫ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালে উঠেছে দক্ষিণ কোরিয়া। স্বাগতিক ভারতও সেমিতে উঠেছে। পাঁচ ম্যাচ খেলা টিম ইন্ডিয়ার সংগ্রহ চার জয়ে ২১ পয়েন্ট। গ্রুপ রানার্সআপ হয়ে স্বাগতিকরা উঠে সেমিতে।

নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা করেছিল বাংলাদেশ। পরে স্বাগতিক ভারতের বিপক্ষে হারলেও আগেই সেমিফাইনাল নিশ্চিত করা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দারুণ লড়াই করে হেরে যায়। নিজেদের তৃতীয় ম্যাচে জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়ে দক্ষিণ কোরিয়ার কাছে হারলে বাংলাদেশের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া অনেকটাই নিশ্চিত হয়ে যায়। পরে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় বাংলাদেশ। গ্রুপ পর্বের সে ম্যাচে অজিদের ৮০-৮ পয়েন্টে হারিয়ে এবারের আসরে সবচেয়ে বড় জয় তুলে নেয় লাল-সবুজের দলটি।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ২০ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।