ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বগুড়ায় প্রথম বিভাগ ভলিবল লিগ উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
বগুড়ায় প্রথম বিভাগ ভলিবল লিগ উদ্বোধন ছবি: আরিফ জাহান- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়ায় জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রথমবারের মতো প্রথম বিভাগ ভলিবল লিগ ২০১৫-১৬ শুরু হয়েছে। শনিবার (১২ নভেম্বর) বিকেলে শহীদ চাঁন্দু স্টেডিয়ামের আউটার স্টেডিয়ামের ভলিবল গ্রাউন্ডে লিগের উদ্বোধন করা হয়।

বগুড়া: বগুড়ায় জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রথমবারের মতো প্রথম বিভাগ ভলিবল লিগ ২০১৫-১৬ শুরু হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) বিকেলে শহীদ চাঁন্দু স্টেডিয়ামের আউটার স্টেডিয়ামের ভলিবল গ্রাউন্ডে লিগের উদ্বোধন করা হয়।

বগুড়া চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মিলন বেলুন উড়িয়ে লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি খাজা আবু হায়াত হিরু, নুরুল আলম টুটুল, অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, নির্বাহী সদস্য অশোক রায়, জামিলুর রহমান জামিল, শহিদুল ইসলাম স্বপন, খায়রুল আনাম পুলক, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সফিকসহ ক্রীড়া সংগঠক, খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় নুরুল ইসলাম স্মৃতি সংঘ সরাসরি ৩-০ সেটে ডেমাজানি জনকল্যাণ সমিতিকে পরাজিত করে।

এবারের লিগে মোট ১০টি দল দু’টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ‘ক’ গ্রুপে রয়েছে সবুজ সংঘ হলুদ, নুরুল ইসলাম স্মৃতি সংঘ, ডেমাজানি জনকল্যাণ সমিতি, মানিকচক জাস্টিস ক্লাব ও রঞ্জন স্মৃতি সংসদ। ‘খ’ গ্রুপে রয়েছে সবুজ সংঘ, অ্যাথলেট স্কাই, ধ্রুব জ্যোতি সংঘ, এসএস স্পোর্টস ক্লাব এবং জামিলনগর যুব সংঘ।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এমবিএইচ/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।