ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

শেষ হলো ডিবিএল-বিএসপিএ ক্রীড়া উৎসব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
শেষ হলো ডিবিএল-বিএসপিএ ক্রীড়া উৎসব ছবি: সংগৃহীত

জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো ডিবিএল-বিএসপিএ ক্রীড়া উৎসব। মঙ্গলবার (১৫ নভেম্বর) ক্যাপ্টেন মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব জনাব অশোক কুমার বিশ্বাস।

ঢাকা: জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো ডিবিএল-বিএসপিএ ক্রীড়া উৎসব। মঙ্গলবার (১৫ নভেম্বর) ক্যাপ্টেন মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব জনাব অশোক কুমার বিশ্বাস।

দাবা, ক্যারম, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, শ্যুটিং ও আরচ্যারি-এই ছয় ডিসিপ্লিনে পাঁচদিন ব্যাপি ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়েছিল। যেখানে শতাধিক সদস্য অংশ নেন।

সব খেলার সেরাদের মধ্য থেকে রেটিং-এর ভিত্তিতে স্পোর্টস ম্যান অব বিএসপিএ ২০১৬ হয়েছেন কবিরুল ইসলাম। তার হাতে ট্রফি, প্রাইজমানি তুলে দেন প্রধান অতিথি অশোক কুমার বিশ্বাস।

দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন মোরসালিন আহমেদ ও রানারআপ হয়েছেন আশরাফুর রহমান মুরাদ। ব্যাডমিন্টন এককে চ্যাম্পিয়ন হয়েছেন জাহিদ মুনীর কল্লোল ও রানারআপ হয়েছেন ফয়সাল তিতুমীর। ব্যাডমিন্টন দ্বৈতে বোরহানউদ্দিন-আরাফাত দাড়িয়া জুটি চ্যাম্পিয়ন ও মোস্তাক আহমেদ খান-কামরুজ্জামান হিরু জুটি রানার্সআপ হয়েছেন। টেবিল টেনিস এককে রুমেল খান চ্যাম্পিয়ন ও মোহাম্মদ সালাউদ্দিন রানারআপ হয়েছেন।

দ্বৈতে রুমেল খান-মাহমুদুন্নবী চঞ্চল জুটি চ্যাম্পিয়ন ও সুদীপ্ত আহমদ আনন্দ-মোহাম্মদ জুবায়ের জুটি রানার্সআপ হয়েছেন। ক্যারম এককে কবিরুল ইসলাম চ্যাম্পিয়ন আরিফ সোহেল রানারআপ হয়েছেন। দ্বৈতে এসবি চৌধুরী শিশির-মজিবুর রহমান জুটি চ্যাম্পিয়ন, বোরহানউদ্দিন-আরাফাত দাড়িয়া জুটি রানার্সআপ হয়েছেন। শ্যুটিং-এ কবিরুল ইসলাম চ্যাম্পিয়ন ও মোয়াজ্জেম হোসেন রোকন রানারআপ হয়েছেন। আরচ্যারিতে অলক হাসান চ্যাম্পিয়ন ও জাহিদ মুনীর কল্লোল রানারআপ হয়েছেন।
 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জনাব মোস্তফা মামুন। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রেজওয়ান উজ জামান রাজিব। আরও উপস্থিত ছিলেন ক্রীড়া সাব কমিটির চেয়ারম্যান এসবি চৌধুরী শিশির ও সচিব মাহবুব সরকার।
 
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ১৫ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।