ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বি‌জি‌বির সাইক্লিং প্রতিযোগিতায় নীলডুমুর ১৭ চ্যাম্পিয়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
বি‌জি‌বির সাইক্লিং প্রতিযোগিতায় নীলডুমুর ১৭ চ্যাম্পিয়ন ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বর্ডার গার্ড বাংলা‌দে‌শে‌র (বি‌জি‌বি) যশোর রিজিয়ন আন্তঃব্যাটালিয়ন সাইক্লিং প্রতিযোগিতা-২০১৬ এ সাতক্ষীরার নীলডুমুর ১৭ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন ক‌রে‌ছে।

সাতক্ষীরা: বর্ডার গার্ড বাংলা‌দে‌শে‌র (বি‌জি‌বি) যশোর রিজিয়ন আন্তঃব্যাটালিয়ন সাইক্লিং প্রতিযোগিতা-২০১৬ এ সাতক্ষীরার নীলডুমুর ১৭ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন ক‌রে‌ছে।

নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ প্র‌তি‌যো‌গিতা শে‌ষে বুধবার বিকে‌লে বি‌জি‌বির য‌শোর রিজিয়নের ডেপুটি কমান্ডার ক‌র্নেল মোহাম্মদ ওয়াহিদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

যশোর রিজিয়ন আন্তঃব্যাটালিয়ন সাইক্লিং প্রতিযোগিতা-২০১৬ গত ১৩ নভেম্বর ২০১৬ হতে ১৬ নভেম্বর ২০১৬ তারিখ পর্যন্ত ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, নীলডুমুর-এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ১৭ ব্যাটালিয়নের খেলোয়াড়রা ০৭টি স্বর্ণ, ০২টি রৌপ্য ও ০১টি তাম্র পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এছাড়া শ্রেষ্ঠ খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সিপাহী হাফিজুল ইসলাম ও শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হন সিপাহী সারওয়ার হোসেন।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ১৬ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।