ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

জানুয়ারিতে ঢাকায় রোল বল ওয়ার্ল্ড কাপ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
জানুয়ারিতে ঢাকায় রোল বল ওয়ার্ল্ড কাপ ছবি:সংগৃহীত

আগামী জানুয়ারি মাসে ঢাকায় অনুষ্ঠিত হবে চতুর্থ রোল বল ওয়ার্ল্ড কাপ ২০১৭ । এ উপলক্ষ্যে জাতীয়  আয়োজন কমিটির প্রথম সভা বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

ঢাকা: আগামী জানুয়ারি মাসে ঢাকায় অনুষ্ঠিত হবে চতুর্থ রোল বল ওয়ার্ল্ড কাপ ২০১৭ । এ উপলক্ষ্যে জাতীয়  আয়োজন কমিটির প্রথম সভা বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভাপতিত্ত্ব করেন। অনুষ্ঠিত সভায় ঢাকা দক্ষিণের সিটি মেয়র সাঈদ খোকন, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ হোসেন জয়, কমিটির চেয়ারম্যান প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আবুল কালাম আজাদ,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজি আক্তার উদ্দিন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রিয়ার এডমিরাল (অব:) খুরশীদ আলম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ।

যাতে করে উৎসবের আমেজের মধ্য দিয়ে ‘রোল বল ওয়াল্ডকাপ ২০১৭’ আয়োজন করা হয় সেই বিষয়েও  বিস্তারিত আলোচনা হয়েছে।

পরিকল্পনা মন্ত্রী  জনাব আ হ ম মুস্তফা কামাল বলেন,  রোল বল ওয়াল্ডকাপের মাধ্যমে বাংলাদেশকে ব্র্যান্ডিং করার যে সুযোগ রয়েছে তা ভালভাবে কাজে লাগাতে হবে। এই ইভেন্টের মাধ্যমে আমরা আমাদের যুব সমাজকে কাজে লাগাতে পারব। পাশাপাশি তারা খেলাধুলার প্রতি তাদের উৎসাহ বাড়াতে আগ্রহী করবে ।

বিশ্বের ৫০টি দেশ রোল বল ওয়ার্ল্ড কাপ ২০১৭ তে অংশ গ্রহণ করবে । রোল বল ওয়ার্ল্ড কাপ ২০১৭ তে ৭০০ জন খেলোয়াড় অংশগ্রহণ করবে বলে সভায় জানানো হয় ।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ১৬ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।