ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

প্রথম বিভাগ দাবায় একসেস চেস ক্লাবের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
প্রথম বিভাগ দাবায় একসেস চেস ক্লাবের জয় ছবি: সংগৃহীত

প্রথম বিভাগ দাবা লিগ-২০১৬ এর দ্বিতীয় রাউন্ডের খেলায় একসেস চেস ক্লাব ৩-১ পয়েন্টে মীর চেস ক্লাবকে এবং হাসান মেমোরিয়াল চেস ক্লাব ৩-১ পয়েন্টে দেবদাস বিশ্বাস স্মৃতি সংসদকে পরাজিত করে।

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এবং ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় মার্সেল প্রথম বিভাগ দাবা লিগ-২০১৬ এর দ্বিতীয় রাউন্ডের খেলা আজ (বৃহস্পতিবার) দাবা কক্ষে অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় রাউন্ডের খেলায় একসেস চেস ক্লাব ৩-১ পয়েন্টে মীর চেস ক্লাবকে এবং হাসান মেমোরিয়াল চেস ক্লাব ৩-১ পয়েন্টে দেবদাস বিশ্বাস স্মৃতি সংসদকে পরাজিত করে।

একসেস চেসের ভারতীয় খেলোয়াড় সৃজিৎ পল, ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান এবং সাইফুল ইসলাম চৌধুরী যথাক্রমে মীর চেসের করীম এম শাহিন, রেজাউল ইসলাম বাবু ও আমির হোসেনকে পরাজিত করেন। একসেসের অপর ভারতীয় খেলোয়াড় অনুসতোপ বিশ্বাস মীর চেসের শেখ মোঃ খায়রুল ইসলামের কাছে হেরে যান।

হাসান মেমোরিয়ালের আনিছুজ্জামান জুয়েল, মোঃ শওকত বিন ওসমান শাওন ও মোঃ শরীয়তউল্লাহ যথাক্রমে দেবদাস বিশ্বাস সংসদের খন্দকার মাওলা, মোঃ সালামত উল্লাহ এবং হানিফ মোল্লাকে পরাজিত করেন।

অগ্রনী ব্যাংক দাবা দল ২-২ পয়েন্টে বসির মেমোরিয়াল চেস ক্লাবের সাথে এবং মহাখালী প্রদীপ সংঘ ২-২ পয়েন্টে ক্যাসপারভ চেস ক্লাবের সাথে ড্র করে। অগ্রনী ব্যাংকের মোঃ আলমগীর হোসেন বসির মেমোরিয়ালের মোহাম্মদ আলমগীর-২-কে এবং বসির মেমোরিয়ালের আবুল কাসেম অগ্রনী ব্যাংকের মোঃ মুজিবুর রহমানকে পরাজিত করেন। অগ্রনী ব্যাংকের মোঃ মসিনর হোসেন খান ও মোঃ সিরাজুল কবীর যথাক্রমে বসির মেমোরিয়ালের মোহাম্মদ সেলিম ও ভারতীয় খেলোয়াড় সোহাম দে’র সাথে ড্র করেন। প্রদীপ সংঘের আনিছুজ্জামান মল্লিক ও মোল্লা মহিউদ্দিন যথাক্রমে ক্যাসপারভ চেসের মোহাম্মদ হাসান ও ভারীয় আয়ুস ভট্রাচার্যকে এবং ক্যাসপারভ চেসের আব্দুল্লাহ আল রাইসন ও দীল মোহাম্মদ যথাক্রমে প্রদীপের মোহাম্মদ জুয়েল ও সাজ্জাদ কিশোরকে পরাজিত করেন।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ২৪ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।