ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

পুলিশ ভলিবলে চ্যাম্পিয়ন ঢাকা রেঞ্জ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
পুলিশ ভলিবলে চ্যাম্পিয়ন ঢাকা রেঞ্জ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ পুলিশ ভলিবল-২০১৬ এর চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা রেঞ্জ। রানার্সআপ ঢাকা মেট্রো পলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুর ৩টা থেকে শুরু হওয়া ফাইনাল পর্বের এ খেলা চলে বিকেল সাড়ে ৫টা পযর্ন্ত।

ঢাকা: বাংলাদেশ পুলিশ ভলিবল-২০১৬ এর চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা রেঞ্জ। রানার্সআপ ঢাকা মেট্রো পলিটন পুলিশ (ডিএমপি)।

 

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুর ৩টা থেকে শুরু হওয়া ফাইনাল পর্বের এ খেলা চলে বিকেল সাড়ে ৫টা পযর্ন্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক।

আইজিপি বলেন, খেলায় দুই দলই খুব ভালো খেলেছে। খেলায় হার জিত আছে। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই আমরা খুব উপভোগ করেছি। আমি দুই দলেরই সাফল্য কামনা করি। আশা করি আগামীতে তারা আরও ভালো খেলবেন।

খেলা শেষে দুই দলকেই পুরস্কার তুলে দেন আইজিপি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া, ডিসি মিডিয়ার উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
আরএটি/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।