ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

রেকর্ড ষষ্ঠবার বর্ষসেরা উসাইন বোল্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
রেকর্ড ষষ্ঠবার বর্ষসেরা উসাইন বোল্ট ছবি:সংগৃহীত

ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিক্স ফেডারেশন (আইএএফ) কর্তৃক রেকর্ড ষষ্ঠবার বর্ষসেরা পুরুষ অ্যাথলেটের পুরস্কার পেলেন দৌড়বিদ উসাইন বোল্ট। জ্যামাইকান তারকা বোল্ট অলিম্পিকের তিনটি ক্যাটাগরিতে রেকর্ড নয়টি শিরোপা জেতেন।

ঢাকা: ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিক্স ফেডারেশন (আইএএফ) কর্তৃক রেকর্ড ষষ্ঠবার বর্ষসেরা পুরুষ অ্যাথলেটের পুরস্কার পেলেন দৌড়বিদ উসাইন বোল্ট। জ্যামাইকান তারকা বোল্ট অলিম্পিকের তিনটি ক্যাটাগরিতে রেকর্ড নয়টি শিরোপা জেতেন।

গত রিও অলিম্পিকে ১০০, ২০০ ও ৪০০ মিটার রিলেতে হ্যাটট্রিক স্বর্ণ জেতেন বোল্ট। এর আগে ২০০৪ সালে বেইজিং ও ২০১২ সালে লন্ডন অলিম্পিকে এই তিন ক্যাটাগরিতে তার হাতে স্বর্ণ ওঠে। আর এদিন এ পুরস্কার পেতে তাকে লড়তে হয় আরও দুই দৌড়বিদ মোহাম্মদ ফারাহ ও ডেভিড রুদিশার সঙ্গে।

বোল্ট এর আগে ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত টানা পাঁচবার আইএএফ বর্ষসেরা অ্যাথলেট হয়েছিলেন। অবশ্য এবারের রিও অলিম্পিকের পরে আর কখনও বিশ্ব সেরা এই ক্রীড়ার মহাযজ্ঞে লড়বেন না বলে জানিয়ে দেন। আর আগামী বিশ্ব চ্যাম্পিয়নসশিপে ১০০ ও ৪০০ রিলেতে খেলেই অবসরে যাবেন।

এদিকে ইথিওপিয়ার দূরপাল্লার দৌড়বিদ আলমাজ আয়ানা হয়েছেন বছরের সেরা নারী অ্যাথলেট। ২৫ বছর বয়সী এই অ্যাথলেট রিও ডি জেনেরোতে অলিম্পিকে ১০ হাজার মিটারে ২৩ বছর ধরে টিকে থাকা রেকর্ড ভেঙে স্বর্ণ জেতেন।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ০৩ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।