ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বিজয় দিবস গলফ টুর্নামেন্ট শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
বিজয় দিবস গলফ টুর্নামেন্ট শুরু ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইলের শহীদ সালাউদ্দিন সেনানিবাসে তিন দিনব্যাপী ‘দ্বিতীয় ওয়ালটন বিজয় দিবস গলফ টুর্নামেন্ট-২০১৬’ শুরু হয়েছে। গতকাল বুধবার টুর্নামেন্ট শুরু হলেও বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এসএম নুরুল আলম রেজভী। 

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলের শহীদ সালাউদ্দিন সেনানিবাসে তিন দিনব্যাপী ‘দ্বিতীয় ওয়ালটন বিজয় দিবস গলফ টুর্নামেন্ট-২০১৬’ শুরু হয়েছে। গতকাল বুধবার টুর্নামেন্ট শুরু হলেও বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এসএম নুরুল আলম রেজভী।

 

এসময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল ক্যান্টমেন্টের এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাজ্জাদুল হক, ঘাটাইল গলফ ক্লাবের মেম্বার সেক্রেটারি লেফটেন্যান্ট কর্নেল আনিসুর রহমানসহ অন্যান্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এসএম নুরুল আলম রেজভী বলেন, ‘যেকোন খেলাকেই ওয়ালটন সব সময়ই প্রাধন্য দিয়ে থাকে। আর তাই ফুটবল, ক্রিকেটের পাশাপাশি দেশের বিভিন্ন গলফ ক্লাব কর্তৃক আয়োজিত গলফ টুর্নামেন্টেও পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন। গলফ এমন একটি খেলা যা শরীরের জন্য অনেক উপকারী। সামান্য সময় গলফ খেললে প্রায় ৭-৮ কিলোমিটার হাঁটার সমান উপকার হয়। কিন্তু এই খেলায় কখনো দর্শক পাওয়া যায় না। শুধু খেলোয়াড়রাই মাঠে থাকেন। তাই আমরা এই খেলাটাকে সবার মাঝে ছড়িয়ে দিতে চাচ্ছি। উন্নত বিশ্বে শিশুরা ছোটবেলা থেকেই গলফ খেলায় অভ্যস্থ হয়। কিন্তু আমাদের দেশে তারা গলফ খেলার তেমন কোন সুযোগ পায় না। ’

তিন দিনব্যাপী এই টুর্নামেন্টে চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ক্যাটাগরিগুলো হলো: জুনিয়র, সাব-জুনিয়র, লেডি ও রেগুলার। জুনিয়র ক্যাটাগরিতে ৪ হোল, সাব-জুনিয়র ক্যাটাগরিতে ৯ হোল, মহিলা ক্যাটাগরি ৯ হোল ও রেগুলার ক্যাটাগরির প্রতিযোগিতা ১৮ হোলে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে ঘাটাইল ছাড়াও যমুনা, ময়মনসিংহ সহ দেশের অন্যান্য গলফ ক্লাব থেকে ১০০ জনের অধিক গলফার অংশগ্রহণ করেছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ০৮ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।