ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বগুড়ায় প্রথম বিভাগ ভলিবল লিগে চ্যাম্পিয়ন নুরুল স্মৃতি সংঘ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
বগুড়ায় প্রথম বিভাগ ভলিবল লিগে চ্যাম্পিয়ন নুরুল স্মৃতি সংঘ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়ায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রথম বিভাগ ভলিবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে নুরুল স্মৃতি সংঘ। ফাইনালে রঞ্জন স্মৃতি সংঘকে ৩-০ সেটে পরাজিত করে শিরোপা জিতে নিয়েছে তারা।

বগুড়া: বগুড়ায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রথম বিভাগ ভলিবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে নুরুল স্মৃতি সংঘ। ফাইনালে রঞ্জন স্মৃতি সংঘকে ৩-০ সেটে পরাজিত করে শিরোপা জিতে নিয়েছে তারা।

 

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের আউট গ্রাউন্ডে লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
 
ফাইনাল শেষে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নুরুল আলম টুটুলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
 
এসময় জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, খাইরুল আনাম পুলক, সাইরুল ইসলাম, বাবু তালুকদার, শহিদুল ইসলাম স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
এমবিএইচ/আরআইএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।