ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ভারতে তৃতীয় স্থানে বাংলাদেশের ফাহাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
ভারতে তৃতীয় স্থানে বাংলাদেশের ফাহাদ ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠানরত আইআইএফএল দ্বিতীয় মুম্বাই জুনিয়র আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় (অনূর্ধ্ব-১৩ বছর) বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন মোহাম্মদ ফাহাদ রহমান।

চলমান এই প্রতিযোগিতায় অষ্টম রাউন্ডের খেলা শেষে একসেস চেস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৮ খেলায় সাড়ে ছয় পয়েন্ট নিয়ে ৬ জনের সাথে মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন।

সোমবার (০২ জানুয়ারি) অনুষ্ঠিত অষ্টম রাউন্ডের খেলায় ফাহাদ ভারতের রিমদিয়া রিদিতকে পরাজিত করেন।

অপরদিকে একই শহরে অনুষ্ঠানরত আইআইএলএফ দ্বিতীয় মুম্বাই আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা (ওপেন) এর সপ্তম রাউন্ডের খেলা শেষে ফাহাদ ৭ খেলায় ৪ পয়েন্ট পেয়েছেন।

গতকাল (রোববার) অনুষ্ঠিত সপ্তম রাউন্ডের খেলায় ফাহাদ বেলজিয়ামের গ্র্যান্ড মাস্টার মালাখাতকো ভাদিমের কাছে হেরে যান।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ০২ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।