ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

চেন্নাই ওপেনে জিতেছেন নিয়াজ-ফাহাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
চেন্নাই ওপেনে জিতেছেন নিয়াজ-ফাহাদ ফাহাদ রহমান/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠানরত নবম চেন্নাই ওপেন আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডের খেলা শেষে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ও একসেস চেস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান তিন পয়েন্ট করে পেয়েছেন।

এছাড়া, তিতাস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক ও ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী পাঁচ পয়েন্ট করে, লিওনাইন চেস ক্লাবের মোহাম্মদ আমিনুল ইসলাম আড়াই পয়েন্ট করে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা দুই পয়েন্ট, অগ্রনী ব্যাংক দাবা দলের মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা ও বসির মেমোরিয়ালের আবুল কাশেম দেড় পয়েন্ট করে পেয়েছেন। বরিশালের মাসুদা বেগম আধা পয়েন্ট পেয়েছেন।

শনিবার (২১ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের খেলায় নিয়াজ ভারতের মরুদুল দেহানকারকে, ফাহাদ ভারতের শ্যাম প্রসাদ রেড্ডিকে ও সোহেল রাথনেসকে পরাজিত করেন। ইভা ভারতের সানিয়ান মিশ্রার সাথে, কাশেম ভারতের শ্রীকৃষ্ণানের সাথে ও মাসুদা ভারতের ইলাকিয়ান জেভিয়ার জেনের সাথে ড্র করেন। মালেক পোলেন্ডের গ্র্যান্ড মাস্টার স্টপা জেকির কাছে, আমিনুল ভারতের ফিদে মাস্টার গাজওয়া আনকিতের কাছে ও জাকিয়া ভারতের প্রাজেসের কাছে যান।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ২১ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।