ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

মাগুরা বসুন্ধরা কাপ ফুটবল টুর্নামেন্টে কুষ্টিয়াকে হারালো যশোর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
মাগুরা বসুন্ধরা কাপ ফুটবল টুর্নামেন্টে কুষ্টিয়াকে হারালো যশোর

মাগুরা: মাগুরা বসুন্ধরা সিমেন্ট বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টে যশোর নূর ইসলাম ফুটবল একাডেমি ১-০ গোলের ব্যবধানে কুষ্টিয়া জেলা ফুটবল দলকে পরাজিত করেছে। খেলার দ্বিতীয়ার্ধে বিজয়ী দলের পক্ষে গোলটি করেন টিটো।

শনিবার (২১ জানুয়ার) বিকেলে মাগুরা মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

রোববার (২২ জানুয়ারি) খুলনা এসবি আলী ফুটবল একাডেমি চুয়াডাঙ্গা এসসি’র মুখোমুখি হবে।

শুক্রবার (২০ জানুয়ারি) মাগুরা মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।

জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মাগুরা আছাদুজ্জামান ফুটবল একাডেমি এ টুর্নামেন্টের আয়োজন করেছে।

২৬ জানুয়ারি থেকে এ টুর্নামেন্টে বাংলাদেশ নৌ বাহিনী, শেখ রাসেল, ঢাকা মোহামেডান ও আবাহনী লিমিটেড অংশ নেবে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।