ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

সাভারে মার্ক ডিজাইনার প্রফেশনাল গলফ টুর্নামেন্টের উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
সাভারে মার্ক ডিজাইনার প্রফেশনাল গলফ টুর্নামেন্টের উদ্বোধন সাভারে মার্ক ডিজাইনার প্রফেশনাল গলফ টুর্নামেন্টের উদ্বোধন-ছবি: বাংলানিউজ

আশুলিয়া, সাভার: এশিয়ান ট্যুরের জন্য প্রস্তুতিমূলক মার্ক ডিজাইনার প্রফেশনাল গলফ টুর্নামেন্ট-২০১৭’র উদ্বোধন করা হয়েছে।

রোববার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সাভারের গলফ ক্লাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ প্রফেশনাল গলফার অ্যাসোসিয়েশনের সভাপতি আসিফ ইব্রাহিম চার দিনব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাভার গলফ ক্লাবের চেয়ারম্যান (ফাইনান্স) ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম আনিসুজ্জামান, বিপিজিএ’র সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম ও মার্ক ডিজাইনের চেয়ারম্যান এজাজ আহম্মেদ প্রমুখ।

এশিয়ান ট্যুরে মোট ৭৭ জন গলফারের অংশগ্রহণে প্রস্তুতিমূলক এ টুর্নামন্টে আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
আরবি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।