ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

চেন্নাইয়ে জয়ের ধারায় ফাহাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
চেন্নাইয়ে জয়ের ধারায় ফাহাদ ফাহাদ রহমান/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠানরত নবম চেন্নাই ওপেন আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার সপ্তম রাউন্ডের খেলা শেষে একসেস চেস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও তিতাস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক ৭ খেলায় পাঁচ পয়েন্ট করে অর্জন করেছেন।

লিওনাইন চেস ক্লাবের মোহাম্মদ আমিনুল ইসলাম ও গোল্ডেন স্পোর্টিং ক্লাবের মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা সাড়ে তিন পয়েন্ট, তিতাস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী ও অগ্রনী ব্যাংক দাবা দলের মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা তিন পয়েন্ট, বরিশালের মাসুদা বেগম ও বসির মেমোরিয়াল চেস ক্লাবের আবুল কাসেম আড়াই পয়েন্ট করে অর্জন করেছেন।

সোমবার (২৩ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত সপ্তম রাউন্ডের খেলায় ফাহাদ ভারতের অনিল কুমারকে, মালেক ভারতের ভি তোসালিকে, আমিনুল ভারতের ভারত রবিকুমারকে, ইভা ভারতের অর্জুন কৃষ্ণামাচারিকে পরাজিত করেন।

এছাড়া, জাকিয়া ভারতের কিশোর কুমার জগ্ননাথের সাথে ড্র করেন। সোহেল ভারতের অরুনাচালম শিবার কাছে, মাসুদা ভারতের হার্ষ সুরেশের কাছেছ ও কাশেম ভারতের সুদার্শনের কাছে হেরে যান। অসুস্থার কারণে পঞ্চম রাউন্ডে খেলার পর সাইফ স্পোর্টিং ক্লাবের নিয়াজ মোরশেদ প্রতিযোগিতা হতে নাম প্রত্যাহার করে নেন। নিয়াজ ৫ খেলায় পাঁচ পয়েন্ট পেয়েছেন।    

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ২৩ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।