ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ময়মনসিংহ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
ময়মনসিংহ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ময়মনসিংহ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা/ছবি-বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহ মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়ের ৩০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে নগরীর কাঁচারিঘাট সংলগ্ন এ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক এএসএম আব্দুল খালেক, জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ।

এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জিয়া উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭

এমএএএম/এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।