ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

চেন্নাইয়ে ২৮তম বাংলাদেশের ফাহাদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
চেন্নাইয়ে ২৮তম বাংলাদেশের ফাহাদ ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান

ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত নবম চেন্নাই ওপেন আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় একসেস চেস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ২৮তম স্থান লাভ করেছেন। ফাহাদ ১০ খেলায় ৭ পয়েন্ট পেয়ে ২৮তম হন।

বুধবার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত দশম বা শেষ রাউন্ডের খেলায় ফাহাদ ভারতের ফিদে মাস্টার বালা কান্নাম্মাকে পরাজিত করেন।

এদিকে,  তিতাস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক ১০ খেলায় ৬ পয়েন্ট নিয়ে ৭৩তম হন।

তিতাস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে ১২০তম, অগ্রনী ব্যাংক দাবা দলের মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা ৫ পয়েন্ট নিয়ে ১৪৮তম, লিওনাইন চেস ক্লাবের মোহাম্মদ আমিনুল ইসলাম ৫ পয়েন্ট নিয়ে ১৬৫তম, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা সাড়ে চার পয়েন্ট নিয়ে ২০০তম, বসির মেমোরিয়াল চেস ক্লাবের আবুল কাসেম চার পয়েন্ট নিয়ে ২৩০তম এর বরিশালের মাসুদা বেগম সাড়ে তিন পয়েন্ট নিয়ে ২৪৯তম স্থান লাভ করেন।

শেষ রাউন্ডের খেলায় সোহেল শুভ্রমানিয়ানকে পরাজিত করেন। জাকিয়া সামদানি সাহিল সাগরের সাথে, ইভা কিশোর কুমার জগন্নাথের সাথে ড্র করেন। মালেক কুমারানের কাছে, আমিনুল ভাটসাল সিঙ্গানিয়ার কাছে, কাশেম ভারতের ভারারওয়াজ গান্দিপুদিও কাছে ও মাসুদা ভারতের ইলামপার্থিও কাছে হেরে যান। সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ পঞ্চম রাউন্ড পর অসুস্থার জন্য নাম প্রত্যাহার করে নেন, নিয়াজ ৫ খেলায় ৩ পয়েন্ট অর্জন করেন।  

ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার তুখায়েভ এ্যাডাম ৮.৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হন। এবারের আসরে ১৭টি দেশের ১৬জন গ্র্যান্ড মাস্টার, ২জন মহিলা মাস্টার ও ১৭জন আন্তর্জাতিক মাস্টারসহ ৩১৭ খেলোয়াড় অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এমআরপি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।