ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

আর্চারির ফাইনালে হীরামনি ও বন্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
আর্চারির ফাইনালে হীরামনি ও বন্যা হীরামনি ও বন্যা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

১৪ জাতির আইএসএসএফ আন্তর্জাতিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপে মেয়েদের রিকার্ভের ফাইনালে উঠেছেন হীরামনি। আর মেয়েদের কম্পাউন্ডে ফাইনাল নিশ্চিত করেছেন বন্যা আক্তার।

শনিবার (২৮ জানুয়ারি) মাওলানা ভাসানী স্টেডিয়ামে মেয়েদের রিকার্ভের সেমিফাইনালের লড়াইয়ে বিকেএসপির রাদিয়া আক্তার শাপলাকে ৬-২ সেটে হারিয়ে শিরোপা মিশনে নিজের নাম লেখান হীরমনি। মেয়েদের কম্পাউন্ডে বাংলাদেশ সেনাবাহিনীর সুস্মিতা বনিককে মাত্র ১ পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছেন বাংলাদেশ আনসারের বন্যা আক্তার।

বন্যার পয়েন্ট ছিল ১৩০, যেখানে সুস্মিতা অর্জন করেন ১২৯ পয়েন্ট।

এদিকে ফাইনালে উঠে আপ্লুত হীরামনি জানান, ‘কোয়ার্টার ফাইনালে আমি যার সাথে জিতেছি তিনি অলিম্পিকে খেলেছেন। তাকে হারিয়েই আমি সেমিতে উঠেছি। এরপর সেমিতে বাংলাদেশের তারকা শাপলাকে হারিয়েছি। নিজেদের মধ্যে খেলা ছিল তাই ততটা চাপ ছিল না। ফাইনালে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। ’

এদিক ফাইনালে হীরামনির প্রতিপক্ষ আজারবাইজানের রামাযানোভা, যার বিপক্ষে এখনও খেলেননি এই লাল-সবুজের তীরন্দাজ। তারপরেও তাকে হারিয়ে শিরোপা জিততে প্রস্তুত হীরা, ‘আমি এখনও রামাযানোভার বিপক্ষে খেলিনি। তবে শিরোপা জিততে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। ’

আর কম্পাউন্ড ইভেন্টের ফাইনাল নিশ্চিত করে উচ্ছ্বসিত বন্যা জানালেন, ‘খুব ভালো লাগছে যে বাংলাদেশের হয়ে ফাইনালে উঠেছি। এতদূর যেহেতু আসতে পেরেছি সেহেতু স্বর্ণ জেতাই এখন আমার একমাত্র লক্ষ্য। ’

শিরোপা নির্ধারণী ম্যাচে বন্যার প্রতিপক্ষ ইরাকের ফাতিমা আল মাশাদানি।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ২৮ জানুয়ারি ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।