ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বসুন্ধরা বাংলাদেশ ওপেন-২০১৭

কুর্মিটোলা গলফ কোর্সে সাজ সাজ রব

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
কুর্মিটোলা গলফ কোর্সে সাজ সাজ রব কুর্মিটোলা গলফ কোর্সে সাজ সাজ রব/ছবি: দীপু মালাকার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুর্মিটোলা গলফ কোর্স ঘুরে: এশিয়ান ট্যুর ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন’ সামনে রেখে নতুন সাজে সেজেছে কুর্মিটোলা গলফ কোর্স। দেশি-বিদেশি খেলোয়াড়, কর্মকর্তা, বল বয়, কেডিদের পদচারণায় মুখর চারদিক। ১-৪ ফেব্রুয়ারি এখানেই বসবে বসুন্ধরা বাংলাদেশ ওপেনের তৃতীয় আসর।

...গলফ কোর্সের সবকিছুই পরিপাটি করে সাজানো। আরেকটু পরিপাটি করতে ব্যস্ত পরিচ্ছন্নকর্মীরা।

পানি ছিটিয়ে কোর্সের ঘাসগুলো সবুজাভ করছেন কয়েকজন। মেশিন দিয়ে ঘাস ছাঁটছে একটি দল। কর্মকর্তাদের কোর্সের হোলগুলো সরেজমিনে গিয়ে দেখা। সব মিলিয়ে গলফের এ বৃহৎ আসর আয়োজনে জড়িত সবাই এখন ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে।

...এবারের আসরে অংশ নিচ্ছে ২২টি দেশের প্রায় ১২৫ গলফার। যার মধ্যে ৯৪ জন বিদেশি ও ৩১ জন দেশি গলফার। যার মধ্যে আছেন ৫ অ্যামেচার গলফারও। ৩ লাখ ডলার প্রাইজমানির এ টুর্নামেন্টের পৃষ্ঠপোষক দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ।

...বিদেশি গলফাররা পৌঁছে গেছেন বাংলাদেশে। তাদের অনেকেই গলফ কোর্সে নেমে পড়েছেন অনুশীলনে। চীনের গলফার ওয়াং ঝেং প্রথমবারের মতো অংশ নিচ্ছেন এশিয়ান ট্যুরে।

...রোমাঞ্চ নিয়ে এ তরুন বললেন, ‘এটা আমার প্রথম এশিয়ান ট্যুর তাই খুব রোমাঞ্চ কাজ করছে। গত রাতে বাংলাদেশে পৌঁছেছি। এখানকার সব কিছুই ভালো লাগছে। টুর্নামেন্টে সেরাটা দিয়ে ভালো ফলাফল করতে চাই। আমাদের দেশে গলফ খেলা অনেক জনপ্রিয়। ওখানকার কোর্স আরো লম্বা-চওড়া হয়। প্রথম দেখায় এটা একটু ছোট মনে হচ্ছে। তবে এ চ্যালেঞ্জ জয় করেই আমাকে লড়তে হবে। ’

...ভারত থেকে আসা চিরাগ কুমার বছরজুড়ে খেলে বেড়ান পৃথিবীর বিভিন্ন দেশে। বসুন্ধরা বাংলাদেশ ওপেনের গত দুই আসরেও অংশ নেন তিনি। তৃতীয়বার আসতে পেরে খুশি দিল্লির এ গলফার, ‘পুরো বিশ্বেই খেলতে হয় আমাকে। আমি খুব খুশি আবার এখানে ফিরতে পেরে। সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে। শুধু জেতা নয় সেরা পারফরম্যান্সে চোখ থাকবে। দেখা যাক কি হয়। ’

...এশিয়ার দেশগুলোতে গলফের জনপ্রিয়তা দিন দিন বাড়বে বলে মনে করেন চিরাগ কুমার, ‘সময়ের সঙ্গে গলফের জনপ্রিয়তা বাড়বে। টুর্নামেন্ট বাড়বে। এখানকার কোর্স খুব সুন্দর। খুব ভালো সুযোগ-সুবিধা। আমি জানি ক্রিকেট বাংলাদেশে এক নম্বর খেলা। এমন কি আমার দেশ ভারতেও। লক্ষ্যণীয় যে, ধীরে ধীরে গলফের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। একদিন হয়তো আরো টুর্নামেন্ট বাড়বে। গলফ এগিয়ে যাবে। ’

...ইন্ডিয়ান ট্যুর জেতা বাংলাদেশি গলফার সিদ্দিকুর রহমানকে শিরোপা জয়ের তালিকায় শীর্ষে রাখছেন ভারতের এই গলফার।

...বসুন্ধরা বাংলাদেশ ওপেনের দুই আসরেই শিরোপা জেতে বিদেশি গলফাররা। প্রথম আসরে সিঞ্চাপুরের তারকা গলফার মারদান ‍মামতের হাতে ওঠে শিরোপা। দ্বিতীয় আসরে শিরোপা জিতেন থাইল্যান্ডের থিতিফুন চুয়ায়প্রাকং।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ২৯ জানুয়ারি, ২০১৭
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।