ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বিকেএসপি’তে কোচেস সার্টিফিকেট কোর্স উদ্বোধন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
বিকেএসপি’তে কোচেস সার্টিফিকেট কোর্স উদ্বোধন ছবি: সংগৃহীত

বিকেএসপি’তে এ্যাথলেটিক্স বিভাগের কোচেস সার্টিফিকেট কোর্স উদ্বোধন করা হয়েছে। বিকেএসপি’র পরিচালক (প্রশিক্ষণ) মো: মোশারফ হোসেন মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে কোর্সের গুরুত্বারোপ করতে গিয়ে বলেন, ‘বিকেএসপি’র মৌলিক কার্যক্রমের অংশ হিসেবে কোচেস সার্টিফকেট কোর্স অন্যতম। তৃণমূল পর্যায়ে সঠিক নিয়মে খেলাধুলার প্রসারের জন্য বিকেএসপি’র এ প্রয়াস।

তিনি আরও জানান, ‘এ কোর্সে অংশগ্রহণকারীদের প্রত্যাশা পূরণের সক্ষমতার উপরই নির্ভর করছে কোর্সের সাফল্য। ’

এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিকেএসপি’র উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এ্যাথলেটিক্স বিভাগের চিফ কোচ শেখ আব্দুল জাব্বার সহ কোর্স পরিচালনাকারী শিক্ষকবৃন্দ। উপস্থিত ছিলেন বিকেএসপি’র সকল ক্রীড়া বিভাগের বিভাগীয় প্রধানগণ।

কোর্সে দেশের বিভিন্ন জেলা, বিশ্ববিদ্যালয়, সেনা, বিমান, নৌ-বাহিনী, বিজিবি, আনসার, পুলিশ, বাংলাদেশ জেল ও কোয়ান্টাম ফাউন্ডেশনসহ মোট ২০ জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করছেন। আগামী ১৬ ফেব্রুয়ারি কোর্সের সমাপনী ও অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হবে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ৩০ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।